হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » PAN জালিয়াতি কী ভাবে হয়, বাঁচার উপায়ই বা কী? আপনার নামে কেউ লোন নিলে কী করবেন?

PAN জালিয়াতি কী ভাবে হয়, বাঁচার উপায়ই বা কী? আপনার নামে কেউ লোন নিলে তখন কী করবেন?

  • 16

    PAN জালিয়াতি কী ভাবে হয়, বাঁচার উপায়ই বা কী? আপনার নামে কেউ লোন নিলে তখন কী করবেন?

    ভারতীয় নাগরিকের ক্ষেত্রে PAN কার্ড খুবই গুরুত্বপূর্ণ নথি। যে কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে PAN উল্লেখ করা জরুরি। আয়কর দফতরের তরফে জারি করা এই আলফা-নিউমেরিক নম্বর কোনও নাগরিকের পরিচয় জ্ঞাপন করে। কিন্তু সমস্যা হল অনেক ক্ষেত্রেই এই PAN নিয়ে জালিয়াতি হয়ে থাকে। এদেশে বহু মানুষই অভিযোগ করেন তাঁর PAN দিয়ে অন্য কেউ কোনও আর্থিক লেনদেন করেছে।

    MORE
    GALLERIES

  • 26

    PAN জালিয়াতি কী ভাবে হয়, বাঁচার উপায়ই বা কী? আপনার নামে কেউ লোন নিলে তখন কী করবেন?

    কী ভাবে হতে পারে PAN জালিয়াতি?
    সাধারণত জালিয়াতরা PAN ব্যবহার করে ঋণ গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে যাঁর নামে ওই PAN রয়েছে ঋণ শোধ করার দায়ও তাঁর উপরই বর্তাবে।
    আবার অনেক সময় অবৈধ লেনদেনের ক্ষেত্রেও PAN-এর অপব্যবহার করা হয় বলে অভিযোগ।
    গয়না কেনার ক্ষেত্রে অন্যের PAN ব্যবহার করা জালিয়াতদের অভ্যেস।
    নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ লেনদেনের ক্ষেত্রে PAN উল্লেখ করা বাধ্যতামূলক। একই ভাবে গয়না কেনার ক্ষেত্রেও এই নিয়ম রয়েছে।

    MORE
    GALLERIES

  • 36

    PAN জালিয়াতি কী ভাবে হয়, বাঁচার উপায়ই বা কী? আপনার নামে কেউ লোন নিলে তখন কী করবেন?

    কী ভাবে বোঝা যাবে জালিয়াতি হয়েছে?
    সব থেকে সহজ উপায় হল নিজের সিবিল স্কোর নিয়মিত দেখতে থাকা। তবে এভাবে সিবিল স্কোর দেখতে গেলে অনলাইন কিছু সংস্থা একটি ফি নিতে পারে।

    MORE
    GALLERIES

  • 46

    PAN জালিয়াতি কী ভাবে হয়, বাঁচার উপায়ই বা কী? আপনার নামে কেউ লোন নিলে তখন কী করবেন?

    কী ভাবে সতর্ক হওয়া যাবে?
    ১. অনলাইনে PAN উল্লেখ করার আগে দেখে নিতে হবে ওই ওয়েবসাইটে https রয়েছে কি না। এথেকে বোঝা যায় ওই ওয়েবসাইটটি নিরাপদ কি না।
    ২. অফলাইনে কোথাও কখনও PAN কার্ডের কপি জমা দিতে হলে তার উপর তারিখ ও সময় উল্লেখ করে দেওয়া যেতে পারে। এতে অপব্যবহার ঠেকানো সম্ভব।
    ৩. যাচাই না করে কোনও সন্দেহজনক জায়গায় তা অনলাইন হোক বা অফলাইন, নিজের নাম ও জন্ম তারিখ উল্লেখ করা উচিত নয়।

    MORE
    GALLERIES

  • 56

    PAN জালিয়াতি কী ভাবে হয়, বাঁচার উপায়ই বা কী? আপনার নামে কেউ লোন নিলে তখন কী করবেন?

    কোথায় অভিযোগ জানানো যাবে?
    এমন জালিয়াতির বিরুদ্ধে অভিযোগ জানাতে যোগাযোগ করা যেতে পারে আয়কর সম্পর্ক হেল্পলাইন-এ।

    MORE
    GALLERIES

  • 66

    PAN জালিয়াতি কী ভাবে হয়, বাঁচার উপায়ই বা কী? আপনার নামে কেউ লোন নিলে তখন কী করবেন?

    সেক্ষেত্রে, প্রথমেই TIN NSDL-এর সরকারি ওয়েবসাইটের হোম পেজ থেকে 'Customer Care' বিভাগে যেতে হবে।
    সেখানে 'complaints/queries' ট্যাব খুঁজে তাতে ক্লিক করতে হবে।
    এরপর নিজের ব্যক্তিগত তথ্য ও অভিযোগের ধরন জানিয়ে দিতে হবে।
    ক্যাপচা কোড দিয়ে তা সাবমিট করলেই অভিযোগ দায়ের হয়ে যাবে।

    MORE
    GALLERIES