ভারতীয় নাগরিকের ক্ষেত্রে PAN কার্ড খুবই গুরুত্বপূর্ণ নথি। যে কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে PAN উল্লেখ করা জরুরি। আয়কর দফতরের তরফে জারি করা এই আলফা-নিউমেরিক নম্বর কোনও নাগরিকের পরিচয় জ্ঞাপন করে। কিন্তু সমস্যা হল অনেক ক্ষেত্রেই এই PAN নিয়ে জালিয়াতি হয়ে থাকে। এদেশে বহু মানুষই অভিযোগ করেন তাঁর PAN দিয়ে অন্য কেউ কোনও আর্থিক লেনদেন করেছে।
কী ভাবে হতে পারে PAN জালিয়াতি?
সাধারণত জালিয়াতরা PAN ব্যবহার করে ঋণ গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে যাঁর নামে ওই PAN রয়েছে ঋণ শোধ করার দায়ও তাঁর উপরই বর্তাবে।
আবার অনেক সময় অবৈধ লেনদেনের ক্ষেত্রেও PAN-এর অপব্যবহার করা হয় বলে অভিযোগ।
গয়না কেনার ক্ষেত্রে অন্যের PAN ব্যবহার করা জালিয়াতদের অভ্যেস।
নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ লেনদেনের ক্ষেত্রে PAN উল্লেখ করা বাধ্যতামূলক। একই ভাবে গয়না কেনার ক্ষেত্রেও এই নিয়ম রয়েছে।
কী ভাবে সতর্ক হওয়া যাবে?
১. অনলাইনে PAN উল্লেখ করার আগে দেখে নিতে হবে ওই ওয়েবসাইটে https রয়েছে কি না। এথেকে বোঝা যায় ওই ওয়েবসাইটটি নিরাপদ কি না।
২. অফলাইনে কোথাও কখনও PAN কার্ডের কপি জমা দিতে হলে তার উপর তারিখ ও সময় উল্লেখ করে দেওয়া যেতে পারে। এতে অপব্যবহার ঠেকানো সম্ভব।
৩. যাচাই না করে কোনও সন্দেহজনক জায়গায় তা অনলাইন হোক বা অফলাইন, নিজের নাম ও জন্ম তারিখ উল্লেখ করা উচিত নয়।