হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » চাকরি খুঁজছেন? কিংবা চাকরি চলে গিয়েছে? চিন্তা নেই!বাড়িতে বসেই হবে দেদার উপার্জন

চাকরি খুঁজছেন? কিংবা চাকরি চলে গিয়েছে? চিন্তা নেই! বাড়িতে বসেই হবে দেদার উপার্জন!

  • 16

    চাকরি খুঁজছেন? কিংবা চাকরি চলে গিয়েছে? চিন্তা নেই! বাড়িতে বসেই হবে দেদার উপার্জন!

    আজকালকার দিনে চাকরি পাওয়া মুখের কথা নয়। তার উপর কোভিডের পর থেকে বিভিন্ন সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। ফলে বহু মানুষই বেকার হয়ে পড়েছে। হন্যে হয়ে অন্য চাকরি খুঁজলেও তা সহজে মেলে না। তবে আজকাল চাকরি না করেও কিন্তু ভাল রোজগার করা সম্ভব। কয়েকটি উপায় রয়েছে, যার মাধ্যমে অনায়াসে চাকরির থেকেও প্রচুর আয় করা সম্ভব। দেখে নেওয়া যাক, চাকরি ছাড়াই আয় করার কয়েকটি দুর্দান্ত উপায়।

    MORE
    GALLERIES

  • 26

    চাকরি খুঁজছেন? কিংবা চাকরি চলে গিয়েছে? চিন্তা নেই! বাড়িতে বসেই হবে দেদার উপার্জন!

    প্রুফরিডার:
    বই, ম্যাগাজিন অথবা অনলাইনের কন্টেন্ট পড়ার সময়ে যদি ব্যাকরণগত ভুল কিংবা বানান ভুল ধরা যায়, তাহলে প্রুফরিডারের চাকরি করা যেতে পারে। অনলাইনে প্রুফরিডারের চাকরি করলে প্রচুর টাকা রোজগার করা সম্ভব। আর সবথেকে বড় কথা হল, বাড়ি কিংবা যে কোনও জায়গা থেকে এই কাজ করা সম্ভব।

    MORE
    GALLERIES

  • 36

    চাকরি খুঁজছেন? কিংবা চাকরি চলে গিয়েছে? চিন্তা নেই! বাড়িতে বসেই হবে দেদার উপার্জন!

    ব্লগিং:
    যাঁদের লেখার হাত ভাল, আর লিখতে ভালবাসেন, তাঁদের জন্য ব্লগিং দারুন জীবিকা হয়ে উঠতে পারে। আর কোথাও চাকরি না করেও ব্লগিং করেই প্রচুর টাকা উপার্জন করা সম্ভব। এর জন্য বেছে নিতে হবে নিজের পছন্দ মতো কোনও বিষয়। স্বাস্থ্য, অর্থনীতি এবং ফ্যাশন-লাইফস্টাইলের মতো জনপ্রিয় বিষয় নিয়ে ব্লগ লেখা যেতে পারে। কারণ এই বিষয়গুলি পড়তে ভালবাসে বহু মানুষ। এর জন্য বানিয়ে নিতে হবে নিজের সাইটও। ব্লগ লিখে যেভাবে টাকা আয় হবে: ওয়েবসাইটে বিজ্ঞাপন চালাতে হবে, অ্যাফিলিয়েটেড মার্কেটিং থেকে কমিশন আয়, স্পনসর্ড পোস্টের জন্য বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপ ইত্যাদি।

    MORE
    GALLERIES

  • 46

    চাকরি খুঁজছেন? কিংবা চাকরি চলে গিয়েছে? চিন্তা নেই! বাড়িতে বসেই হবে দেদার উপার্জন!

    অনলাইন অ্যাসিস্ট বিজনেস:
    অন্যদের সাহায্য করতে যাঁরা পছন্দ করেন এবং ঠান্ডা মাথায় সমস্ত কাজ সামলানোর দক্ষতা রাখেন, তাঁরা স্থানীয় ও অনলাইন ব্যবসার ক্ষেত্রে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন। এক জন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যে কাজগুলি করেন, সেগুলির মধ্যে অন্যতম: জরুরি ই-মেল পড়া, জমা-খরচের হিসেব রাখা, অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করা, অনলাইন আর্টিকেল লেখা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডেটা এন্ট্রি প্রভৃতি।

    MORE
    GALLERIES

  • 56

    চাকরি খুঁজছেন? কিংবা চাকরি চলে গিয়েছে? চিন্তা নেই! বাড়িতে বসেই হবে দেদার উপার্জন!

    ঘর ভাড়া:
    চাকরি এমনকী কোনও কাজ না করেই এই উপায়ে ভাল টাকা রোজগার করা সম্ভব। বাড়িতে যদি বড় জায়গা কিংবা ঘর থাকে, তাহলে তা ভাড়া দিয়ে উপার্জন করা যাবে। আর যদি বাড়ি থাকে, তাহলে তো কথাই নেই। সেই বাড়ি কিংবা ঘর তো ভাড়া দেওয়া যায়, এমনকী এয়ারবিএনবি-তেও তালিকাভুক্ত করা যায়। বড় শহরের দুর্দান্ত লোকেশন কিংবা কোনও পর্যটনস্থলে বাড়ি কিংবা ঘর ভাড়া দিলে বিপুল রোজগার হবে।

    MORE
    GALLERIES

  • 66

    চাকরি খুঁজছেন? কিংবা চাকরি চলে গিয়েছে? চিন্তা নেই! বাড়িতে বসেই হবে দেদার উপার্জন!

    অডিও অথবা ভিডিও ট্রান্সক্রাইব:
    অডিও রেকর্ডিং শুনে শুনে লিখতে হয়, আর ভিডিও-তে সাবটাইটেল যোগ করতে হয়। এভাবেও প্রচুর টাকা আয় করা যায়। আর সবথেকে বড় কথা হল, বাড়িতে বসেই এই কাজ করা সম্ভব। আর বিনিয়োগের খরচও থাকে না। যেসব কন্টেন্ট থেকে আয় করা সম্ভব, সেগুলি হল: আইনি কন্টেন্ট, মেডিকেল কন্টেন্ট, বিদেশি ভাষার ক্যাপশন ইত্যাদি।

    MORE
    GALLERIES