হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » ২০ বছরে ১০০ কোটি টাকার মালিক, কীভাবে? দেখে নিন পুরো হিসেব!

২০ বছরে ১০০ কোটি টাকার মালিক, কীভাবে? দেখে নিন পুরো হিসেব!

  • 16

    ২০ বছরে ১০০ কোটি টাকার মালিক, কীভাবে? দেখে নিন পুরো হিসেব!

    সবাই চান আর্থিকভাবে স্বাবলম্বী হতে। ব্যাঙ্কে মোটা অঙ্কের টাকা থাকবে। আরামে কাটবে অবসর জীবন। ২-৫ কোটি নয়, ১০০ কোটি টাকার কথা হচ্ছে। শুনতে আশ্চর্য লাগলেও সত্যি। মাত্র ২০ বছরে ১০০ কোটি টাকা তৈরি সম্ভব। কিন্তু কীভাবে? শুধু মেনে চলতে হবে কয়েকটি নিয়ম। এখানে দেওয়া হল তারই হদিশ।

    MORE
    GALLERIES

  • 26

    ২০ বছরে ১০০ কোটি টাকার মালিক, কীভাবে? দেখে নিন পুরো হিসেব!

    আর্থিক বিশেষজ্ঞরা বলেন, সুশৃঙ্খল উপায়ে দীর্ঘ সময়ের জন্যে বিনিয়োগ করলে মোটা অঙ্কের পোর্টফোলিও তৈরি করা যায়। আর্থিক বিনিয়োগে ‘সময়’ ম্যাজিকের মতো কাজ করে। ধৈর্য ধরে পোর্টফোলিওকে যথেষ্ট সময় দিতে হবে। সাম্প্রতিক অতীতে দীর্ঘমেয়াদি বিনিয়োগে প্রতি বছর ১৮ থেকে ২০ শতাংশ রিটার্ন দিয়েছে। খুব বেশি মনে হচ্ছে? ঠিক আছে। ১৫ শতাংশ রিটার্ন ধরা যাক। তাহলেও ১০০ কোটি টাকার পোর্টফোলিও তৈরি করা যাবে।

    MORE
    GALLERIES

  • 36

    ২০ বছরে ১০০ কোটি টাকার মালিক, কীভাবে? দেখে নিন পুরো হিসেব!

    কিন্তু প্রথমে বার্ষিক ১৫ শতাংশ হারে রিটার্ন পেলে কত বছরে টাকা দ্বিগুণ হতে পারে সেটা বুঝে নেওয়া যাক। ‘রুল অফ ৭২’ নামে একটি সাধারণ নিয়ম রয়েছে। এতে বলা হয়েছে, টাকা দ্বিগুণ হতে যত বছর লাগবে, ৭২/অর্জিত রিটার্নের হার তার সমান। এই নিয়ম অনুযায়ী, কেউ যদি ১৫ শতাংশ হারে রিটার্ন পান তাহলে তাঁর টাকা (৭২/১৫) বছর অর্থাৎ ৪.৮ বছর বা ৫ বছরে দ্বিগুণ হয়ে যাবে।

    MORE
    GALLERIES

  • 46

    ২০ বছরে ১০০ কোটি টাকার মালিক, কীভাবে? দেখে নিন পুরো হিসেব!

    এবার মূল আলোচনায় ফিরে আসা যাক। কীভাবে ২০ বছরে ১০০ কোটি টাকার পোর্টফোলিও তৈরি হবে? ব্যাক ক্যালকুলেশনে বিষয়টা দেখে নেওয়া যাক।

    MORE
    GALLERIES

  • 56

    ২০ বছরে ১০০ কোটি টাকার মালিক, কীভাবে? দেখে নিন পুরো হিসেব!

    ক) যেহেতু আনুমানিক ৫ বছরে টাকা দ্বিগুণ হচ্ছে তাই ১৫ বছরের মধ্যে যদি কেউ ৫০ কোটি টাকা জমা করতে পারেন তাহলে ২০ বছরের মধ্যে তা দ্বিগুণ হয়ে ১০০ কোটি টাকা হবে।
    খ) একই যুক্তিতে যদি ১০ বছরে ২৫ কোটি টাকা জমা করেন তাহলে ১৫ বছরে তা ৫০ কোটি এবং ২০ বছরে ১০০ কোটি টাকা হবে।
    গ) ৫ বছরে যদি কেউ ১২.৫ কোটি টাকা জমা করেন তবে ১০ বছরে তা দ্বিগুণ হয়ে ২৫ কোটি এবং ১৫ বছরে ৫০ কোটি এবং ২০ বছরে ১০০ কোটি টাকা হবে।
    ঘ) আজ যদি কেউ ৬.২৫ কোটি টাকা বিনিয়োগ করেন তাহলে তা ৫, ১০, ১৫ এবং ২০ বছরে যথাক্রমে ১২.৫ কোটি, ২৫ কোটি, ৫০ কোটি এবং ১০০ কোটিতে বৃদ্ধি পাবে।

    MORE
    GALLERIES

  • 66

    ২০ বছরে ১০০ কোটি টাকার মালিক, কীভাবে? দেখে নিন পুরো হিসেব!

    যাই হোক, এই সব সম্ভব হবে যদি তিনটি শর্ত পূরণ করা হয়: ক) দীর্ঘমেয়াদে ১৫ শতাংশ রিটার্ন ক্রমাগত জেনারেট হতে হবে। খ) অবশ্যই ২০ বছর ধৈর্য সহকারে পোর্টফোলিওটি ধরে রাখতে হবে। গ) এখন বিনিয়োগ করার জন্য ৬.২৫ কোটি টাকা নগদ/পোর্টফোলিও থাকতে হবে।

    MORE
    GALLERIES