আর্থিক বিশেষজ্ঞরা বলেন, সুশৃঙ্খল উপায়ে দীর্ঘ সময়ের জন্যে বিনিয়োগ করলে মোটা অঙ্কের পোর্টফোলিও তৈরি করা যায়। আর্থিক বিনিয়োগে ‘সময়’ ম্যাজিকের মতো কাজ করে। ধৈর্য ধরে পোর্টফোলিওকে যথেষ্ট সময় দিতে হবে। সাম্প্রতিক অতীতে দীর্ঘমেয়াদি বিনিয়োগে প্রতি বছর ১৮ থেকে ২০ শতাংশ রিটার্ন দিয়েছে। খুব বেশি মনে হচ্ছে? ঠিক আছে। ১৫ শতাংশ রিটার্ন ধরা যাক। তাহলেও ১০০ কোটি টাকার পোর্টফোলিও তৈরি করা যাবে।
কিন্তু প্রথমে বার্ষিক ১৫ শতাংশ হারে রিটার্ন পেলে কত বছরে টাকা দ্বিগুণ হতে পারে সেটা বুঝে নেওয়া যাক। ‘রুল অফ ৭২’ নামে একটি সাধারণ নিয়ম রয়েছে। এতে বলা হয়েছে, টাকা দ্বিগুণ হতে যত বছর লাগবে, ৭২/অর্জিত রিটার্নের হার তার সমান। এই নিয়ম অনুযায়ী, কেউ যদি ১৫ শতাংশ হারে রিটার্ন পান তাহলে তাঁর টাকা (৭২/১৫) বছর অর্থাৎ ৪.৮ বছর বা ৫ বছরে দ্বিগুণ হয়ে যাবে।
ক) যেহেতু আনুমানিক ৫ বছরে টাকা দ্বিগুণ হচ্ছে তাই ১৫ বছরের মধ্যে যদি কেউ ৫০ কোটি টাকা জমা করতে পারেন তাহলে ২০ বছরের মধ্যে তা দ্বিগুণ হয়ে ১০০ কোটি টাকা হবে।
খ) একই যুক্তিতে যদি ১০ বছরে ২৫ কোটি টাকা জমা করেন তাহলে ১৫ বছরে তা ৫০ কোটি এবং ২০ বছরে ১০০ কোটি টাকা হবে।
গ) ৫ বছরে যদি কেউ ১২.৫ কোটি টাকা জমা করেন তবে ১০ বছরে তা দ্বিগুণ হয়ে ২৫ কোটি এবং ১৫ বছরে ৫০ কোটি এবং ২০ বছরে ১০০ কোটি টাকা হবে।
ঘ) আজ যদি কেউ ৬.২৫ কোটি টাকা বিনিয়োগ করেন তাহলে তা ৫, ১০, ১৫ এবং ২০ বছরে যথাক্রমে ১২.৫ কোটি, ২৫ কোটি, ৫০ কোটি এবং ১০০ কোটিতে বৃদ্ধি পাবে।