হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » AC-কুলার ছাড়াই ঘর হবে ঠান্ডা; শুধু অন্দরসজ্জায় রাখতে হবে এই সব গাছ!

AC-কুলার ছাড়াই ঘর হবে ঠান্ডা; শুধু অন্দরসজ্জায় রাখতে হবে এই সব গাছ! পথ দেখাচ্ছেন ব্যবসায়ী!

  • 16

    AC-কুলার ছাড়াই ঘর হবে ঠান্ডা; শুধু অন্দরসজ্জায় রাখতে হবে এই সব গাছ! পথ দেখাচ্ছেন ব্যবসায়ী!

    সবে তো বৈশাখ মাস পড়েছে! গোটা গরম কালটা এখনও বাকি! এর মধ্যেই তাপমাত্রার পারদ ছাড়িয়েছে সহ্যের সীমা! দেশের বহু জায়গাতেই দেখা যাচ্ছে এমন অবস্থা। ফলে এসি কিংবা কুলার ছাড়া জীবন প্রায় দুর্বিষহ হয়ে উঠেছে। তবে এসি কিংবা কুলার আবার পরিবেশের জন্য বিপদ বয়ে আনছে। তাহলে এর বিকল্প কী? ঘর ঠান্ডা করতে এসি কিংবা কুলারের বিকল্প হতে পারে গাছ। এমনটাই মনে করছেন উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনউয়ের বাসিন্দা দীপ্তি চোপড়া।

    MORE
    GALLERIES

  • 26

    AC-কুলার ছাড়াই ঘর হবে ঠান্ডা; শুধু অন্দরসজ্জায় রাখতে হবে এই সব গাছ! পথ দেখাচ্ছেন ব্যবসায়ী!

    তিনি জানান যে, ঘরের ভিতরে কিছু ইন্ডোর প্ল্যান্ট রাখলে ঘরের পরিবেশ বিশুদ্ধ থাকে। সেই সঙ্গে অন্দরের তাপমাত্রাও কমে। এই সব গাছের তালিকায় রয়েছে মানি প্ল্যান্ট, অ্যাগ্লোনিমা, স্নেক প্ল্যান্ট, এঞ্জেল হার্ট, ডাম্ব কেন, স্পাইডার প্ল্যান্ট, পিস লিলি ইত্যাদি। আর এই গাছগুলির যত্ন নেওয়াও বেশ সহজ। সপ্তাহে এক-দু’বার জল দিলেই হয়।

    MORE
    GALLERIES

  • 36

    AC-কুলার ছাড়াই ঘর হবে ঠান্ডা; শুধু অন্দরসজ্জায় রাখতে হবে এই সব গাছ! পথ দেখাচ্ছেন ব্যবসায়ী!

    উজ্জ্বল সূর্যালোক আসে এমন স্থানে এই গাছগুলিকে রাখা যেতে পারে। আবার ঘরের ভিতর যে কোনও জায়গায় সাজিয়ে রাখা যেতে পারে। সপ্তাহে কয়েক বার কিছু ক্ষণের জন্য উজ্জ্বল আলোতে রাখলেই যথেষ্ট! গাছগুলি অফিসের টেবিল, রান্নাঘর কিংবা শৌচাগারের শোভা বাড়াতেও ব্যবহার করা যেতে পারে।

    MORE
    GALLERIES

  • 46

    AC-কুলার ছাড়াই ঘর হবে ঠান্ডা; শুধু অন্দরসজ্জায় রাখতে হবে এই সব গাছ! পথ দেখাচ্ছেন ব্যবসায়ী!

    এই সব ইন্ডোর গাছ বিক্রির জন্য বছর পাঁচেক আগে দীপ্তি ‘আরবান বাগিয়া’ নামের একটি স্টার্ট-আপ শুরু করেছিলেন। সেই ব্যবসা ভালই চলছে। গ্রাহকরা চাইলে তাঁদের ইনস্টাগ্রাম পেজে গিয়ে যোগাযোগ করতে পারেন। এমনকী বাগান সংক্রান্ত টিপসও পেতে পারেন।

    MORE
    GALLERIES

  • 56

    AC-কুলার ছাড়াই ঘর হবে ঠান্ডা; শুধু অন্দরসজ্জায় রাখতে হবে এই সব গাছ! পথ দেখাচ্ছেন ব্যবসায়ী!

    দীপ্তির মতে, গাছপালা রোপণ করার আদর্শ সময় হল বর্ষাকাল। ফলে এই সময় থেকেই শুরু করা যায় বৃক্ষরোপণ। এমনকী মিনিয়েচার গার্ডেন তৈরি করারও পরামর্শ দিচ্ছেন তিনি। জানালেন, বিভিন্ন থিমের উপর ভিত্তি করে ছোট ছোট গাছ দিয়ে মিনিয়েচার গার্ডেন বানানো যায়। আর এর জন্য অল্প দামে সাজসজ্জার নুড়ি পাথরও কিনে নেওয়া যেতে পারে।

    MORE
    GALLERIES

  • 66

    AC-কুলার ছাড়াই ঘর হবে ঠান্ডা; শুধু অন্দরসজ্জায় রাখতে হবে এই সব গাছ! পথ দেখাচ্ছেন ব্যবসায়ী!

    আপাতত ভালই গাছ বিক্রি হচ্ছে, ফলে লক্ষ লক্ষ টাকা আয় হয় দীপ্তির। প্রতি মাসে ওই সংস্থার জন্য প্রায় ২০০টি চারা নিজের হাতে তৈরি করেন তিনি। আর এই কর্মযজ্ঞে তাঁকে সাহায্য করেন তাঁর স্বামী বিশাল। দীপ্তি জানান, ইন্ডোর গাছ লাগালে ঘরের বাতাস বিশুদ্ধ হবে। সেই সঙ্গে শিশুদের মধ্যেও গাছ লাগানোর বিষয়ে সচেতনতা বাড়বে।

    MORE
    GALLERIES