

সাধারণ মানুষের টাকা পয়সা যাতে গচ্ছিত থাকে সেই জন্যই বড় পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ডের নিয়মে এসেছে পরিবর্তন ৷ সব থেকে জরুরি বিষয় সাবধানও থাকতে হবে ৷ সামান্য থেকে সামান্যতম ভুলও পলকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য করে দিতে পারে ৷ প্রতীকী ছবি ৷


যখন গ্রাহকেরা এটিএমে যাবেন তখন খেয়াল রাখতে হবে এটিএম স্লটের দিকে ৷ যদি দেখে মনে হয় এটিএম কার্ডের স্লটের অবস্থা এমন যাতে কোনও জোর জবরদস্তি করা হয়েছে বা ইচ্ছা করে কিছু ঘষে দেওয়া হয়েছে ৷ এমন মনে হলে ব্যবহার না করাই উচিৎ ৷ প্রতীকী ছবি ৷


কার্ডস্লটে কার্ড ইনসার্ট করার সময়ে দেখতে হবে একটি লাইট দপদপ করছে কী না? যদি সবুজ লাইট জ্বলে সেক্ষেত্রে সব ঠিকঠাক আছে কিন্তু যদি লাল লাইট জ্বলে সেক্ষেত্রে ওই এটিএম না ব্যবহার করাই ভাল ৷ কেননা সেই এটিএম মেশিন সুরক্ষিত নয় ৷ প্রতীকী ছবি ৷


হ্যাকার যেকোনও কার্ড ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে ৷ তারা এটিএম কার্ডের স্লটে এমন মেশিন বসিয়ে দেওয়া হতে পারে যাতে পুরো তথ্য স্ক্যান হয়ে যায় এরপরে ব্লুটুথ বা অন্য কোনও ডিভাইসের মাধ্যমে ডেটা চুরি করে নিঃশেষ করা হয় অ্যাকাউন্ট ৷ প্রতীকী ছবি ৷


যদি এমন বিপদে কেউ পড়েন ব্যাঙ্কও বন্ধ থাকে সেক্ষেত্রে পুলিশের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে ৷ হ্যাকারের আঙুলের স্পর্শ দেখতে পাওয়া যেতে পারে ৷ দেখতে পাওয়া যাবে পাশাপাশি ব্লুটুথ কানেকশন করছে কী না? এর মাধ্যমে সেই ব্যক্তি পর্যন্ত পৌঁছনো যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷


ডেবিট কার্ডের সম্পূর্ণ অ্যাকসেস নিতে কার্ডের পিন নম্বর, হ্যাকার পর্যন্ত পৌঁছন প্রয়োজন ৷ হ্যাকার পিন নম্বর যে কোনও ক্যামেরার মাধ্যমে ট্র্যাক করতে পারে ৷ এই বিপর্যয় থেকে বাঁচতে যখনই কোনও গ্রাহক ডেবিট কার্ড পিন এন্টার করবেন তখন অন্য হাত দিয়ে ঢেকে পিন এন্টার করাটাই ভাল ৷ যাতে সেই ছবি সিসি ক্যামেরায় ধরা পড়ে ৷ প্রতীকী ছবি ৷