1/ 5


• Honda Motorcycle and Scooter India (HMSI) সম্প্রতি বাজারে এনেছে Honda Hornet 2.0। ১৮০–২০০ সিসি মটোর বাইকের তালিকায় এটি নবতম সংযোজন।
2/ 5


• এই বাইকে রয়েছে নানারকমের ফিচার। রয়েছে ১৮৪.৪ সিসি ইঞ্জিন। সিঙ্গল সিলিন্ডার। ইঞ্জিনের সঙ্গে পেয়ার করা থাকছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।
3/ 5


• এই বাইকের বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আশা করা যায় এটির ডেলিভারি শুরু হবে এই বছর সেপ্টেম্বর থেকেই। এই বাইকের দাম নির্ধারিত হয়েছে ১,২৬,৩৪৫ (এক্স শোরুম গুরুগ্রাম)।
4/ 5


• সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, যাঁদের বাইক নিয়ে প্যাশন রয়েছে, তাঁদের সাধ পূরণ করবে এই বাইকটি। আমরা খুশি যে Honda Hornet 2.0 আমরা বাজারে আনতে পেরেছি। কারণ, এই বাইকের আকর্ষণীয় পারফর্মেন্স রয়েছে।