হঠাৎ করেই বাঙালিদের জন্য এসেছে সুখবর। এই মরশুমে বাজারে পাওয়া যাচ্ছে সস্তায় ইলিশ। এতটা কম দামে ইলিশ এবার বাজারে পাওয়া যাচ্ছে যে অনেকেই এত কমে হয়তো ইলিশ আগে কখনোই কেনেননি। ইলিশ বিক্রি হচ্ছে ৩০০ গ্রামের প্রতি কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা দরে। যদিও এটি কলকাতার মানিকতলার বাজারের দাম। ছোট থেকে বড় সমস্ত রকমের ইলিশ কিন্তু হাজির কলকাতার বাজারগুলিতে।
মানিক তলার একটি মাছ বিক্রেতার মতামত অনুযায়ী জানা গেছে, বর্তমানে বাজারে ইলিশ মাছের চাহিদার থেকে যোগান বেশি যার কারণে ইলিশ মাছের দাম সস্তা হয়েছে। ইলিশ মাছ আসছে নামখানা, কাকদ্বীপ, ক্যানিং এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে। মৎস্যজীবীরা ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরতে যার ফলে বাজারে প্রচুর ইলিশ মাছের দাম সস্তা হচ্ছে।