করোনা জর্জরিত ২০২০-২১ অর্থবর্ষ শেষের পথে। GDP হার কমার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে নানা চাপান-উতোরের সাক্ষী থেকেছে গোটা একটা বছর। বিপরীত পরিস্থিতিতে আয়কর জমা দেওয়া, ITR ফাইল-সহ একাধিক কাজের তারিখও বাড়ানো হয়েছে। কিন্তু এখন হাতে মাত্র দিন দশেক বাকি। তার আগেই সেরে ফেলতে আধার-PAN লিঙ্ক সহ যাবতীয় অর্থনৈতিক কাজ। না হলে লেট ফি, জরিমানা, নথির বৈধতা হারানো-সহ একাধিক ঝক্কি পোহাতে হবে। কিন্তু ৩১ মার্চের আগে কী কী কাজ সেরে নিতে হবে? আসুন জেনে নেওয়া যাক বিশদে!
PAN-আধার লিঙ্ক - করোনা পরিস্থিতিতে PAN-আধার কার্ড লিঙ্ক করার ডেডলাইনও বাড়ানো হয়েছে। এক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ PAN লিঙ্ক করার শেষ তারিখ ৩১ মার্চ। এর আগের তারিখ ছিল গত বছরের ৩০ জুন পর্যন্ত। তাই অর্থবর্ষ শেষ হওয়ার আগে প্রয়োজনীয় সমস্ত নথি লিঙ্ক করিয়ে নিতে হবে। না হলে ১ এপ্রিল থেকে কাজ করবে না PAN কার্ড।
রিভাইজ ITR ফাইল - ২০১৯-২০ অর্থবর্ষের কোনও বিলম্বিত বা রিভাইজ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার শেষ তারিখও ৩১ মার্চ। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে একথা জানিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে মেয়াদ পেরোনোর পর যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা হয়, তাহলে ১০,০০০ টাকা পর্যন্ত লেট ফি লাগতে পারে। কারও যদি ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় হয়, তাহলে লেট ফি-এর পরিমাণ হবে ১,০০০ টাকা।
ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম (Emergency Credit Line Guarantee Scheme) - অন্যান্য সাবসিডি ও বেনিফিসিয়াল স্কিমগুলির সঙ্গে আগেই কেন্দ্রের তরফে ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের কথা ঘোষণা করা হয়েছিল। এই স্কিমের অধীনে প্যানডেমিক পরিস্থিতিতে ছোটো ও মাঝারি ব্যবসায়ীদের ঋণ দেওয়ার ব্যবস্থা করেছিল কেন্দ্র। এর শেষ তারিখও ৩১ মার্চ।
বিবাদ সে বিশ্বাস (Vivad Se Vishwas) - কেন্দ্রীয় সরকারের বিবাদ সে বিশ্বাস স্কিমের অধীনে আয়কর ফাইলের শেষ সময় বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছিল। করোনা পরিস্থিতির মাঝেই পেন্ডিং ইনকাম ট্যাক্স লিটিগেশন কমানোর জন্য ডিরেক্ট ট্যাক্সের উপর 'বিবাদ সে বিশ্বাস' অ্যাক্ট ২০২০ লাগু হয়। আর কয়েকদিন পরেই শেষ হচ্ছে মেয়াদ। তাই তড়িঘড়ি ট্যাক্স ফাইল করতে হবে।