

HDFC ব্যাঙ্কের পক্ষ থেকে সিনিয়র সিটিজেনদের জন্য দুর্দান্ত অফার ব্যাঙ্ক স্পেশ্যাল ফিক্সড ডিপোজিটের মেয়াদ বাড়িয়েছে ৷ প্রতীকী ছবি ৷


গত বছর অর্থাৎ ২০২০ সালে করোনা আবহে ১৮ মে থেকে স্পেশ্যাল এফডি স্কিমের সূচনা করা হয়েছিল ৷ যার মেয়াদ বাড়িয়ে ৩০ জুন অবধি করা হয়েছে অর্থাৎ বেশি সুদের সুবিধা বলবৎ থাকবে ৩০ জুন পর্যন্ত ৷ প্রতীকী ছবি ৷


যদি কোনও সিনিয়ার সিটিজেন কেয়ার এফডিতে পয়সা জমা করেন ৷ এফডিতে সুদের হার ৬.২৫ শতাংশ হবে ৷ ১৩ নভেম্বর ২০২০ থেকে কার্যকর হয়েছে ৷ প্রতীকী ছবি ৷


এই এফডিতে কেমন সুদ পাওয়া যায়? দেখে নিন এক নজরে ৷ ৭ দিন থেকে ২৯ দিনের মধ্যে এফডিতে সুদের হার ২.৫০ ও কোনও ব্যক্তি যদি ৩০ থেকে ৯০ দিনের জন্য এফডি করেন সেক্ষেত্রে সুদের হার ৩ শতাংশ, ৯১ দিন থেকে ৬ মাসের জন্য এফডি করলে ৩.৫ শতাংশ, ৬ মাস একদিন থেকে এক বছর পর্যন্ত ৪.৪ শতাংশ হারে পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷


এক বছর এফডি ম্যাচেউর হলে সুদ পাওয়া যায় ৪.৯ শতাংশ, এক বছর তেকে ২ বছরের জন্য এফডি করলে সুদ পাওয়া যায় ৪.৯ শতাংশই, ২ থেকে ৩ বছরের জন্য এফডি করলে সেক্ষেত্রে সুদ পাওয়া যায় ৫.১৫ শতাংশ হারে ৷ ৩ থেকে ৫ বছরের জন্য এফডি করলে সুদ পাওয়া যায় ৫.৩০ শতাংশ, ৫ থেক ১০ বছরের জন্য সুদ পাওয়া যায় ৫.৫০ শতাংশ ৷ এই সুদের হার ১৩ নভেম্বর থেকেই কার্যকর হয়েছে ৷ প্রতীকী ছবি ৷


HDFC ব্যাঙ্কের ওয়েবসাইট সূত্রে জানতে পারা গিয়েছে ৷ ১৮ মে ২০২০ থেকে ৩০ জুন পর্যন্ত এই সুবিধা যে সমস্ত সিনিয়ার সিটিজেনরা নিতে পারবেন তাঁরা ০.২৫ শতাংশ হারে অতিরিক্ত প্রিমিয়াম (০.৫০ শতাংশ বর্তমানের প্রিমিয়ামের থেকে অনেক বেশি) দেওয়া হবে ৷ এর অন্তর্গত এফডি ৫ কোটি টাকার কম ও পাঁচ বছর একদিন থেকে ১০ বছর পর্যন্ত করতে হবে ৷ আরও বিস্তারিত জানতে এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েবসাইট দেখতে পারেন ৷ প্রতীকী ছবি ৷