

হলিউডের ছবি দেখতে যাঁরা ভালোবাসেন ৷ সেই সমস্ত ভারতীয় দর্শকদের জন্য খারাপ খবর ৷ আগামী ১৫ ডিসেম্বর থেকে ভারতীয় দর্শকরা আর তাঁদের পছন্দের HBO এবং WB Movie(ওয়ার্নার ব্রাদার্স) চ্যানেলগুলি দেখতে পারবেন না ৷ ভারত ও পাকিস্তান এই দুই দেশেই চ্যানেলগুলির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্নার মিডিয়া ৷ Photo: Collected


এশিয়ায় ভারত ও পাকিস্তানে এই দুটি চ্যানেলের সম্প্রচারই ১৫ ডিসেম্বর থেকে বন্ধ করা হচ্ছে ৷ যদিও মলদ্বীপ এবং বাংলাদেশে বন্ধ হচ্ছে না এইচবিও চ্যানেলটি ৷ ওই দুই দেশে সম্প্রচার বন্ধ হবে শুধুমাত্র WB চ্যানেলটির ৷


চ্যানেল সম্প্রচার বন্ধের সঠিক কারণ স্পষ্ট না হলেও অতিমারীর জন্য সংস্থার বিশাল অঙ্কের আর্থিক ক্ষতিকেও কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে ৷ এর পাশাপাশি ভারতে ‘Pay Per Channel' নিয়ম চালু হওয়ার পরে অনেক টিভি চ্যানেলই ক্ষতির সম্মুখীন হয়েছে ৷


ভারতীয় দর্শকদের মধ্যে অনেকের কাছেই এইচবিও অত্যন্ত ফেভারিট একটি মুভি চ্যানেল ৷ তাই এটি বন্ধ হয়ে যাওয়ার খবরে অনেকেই খুশি নন ৷ তবে ছোটদের জন্য ভাল খবর, কার্টুন নেটওয়ার্ক এবং পোগোর সম্প্রচার বন্ধ হচ্ছে না ৷ বরং আরও অনেক নতুন নতুন কার্টুন আসছে ওই দুই চ্যানেলে ৷ এমনটাই খবর ৷