হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » ৮০ লক্ষ কর্মচারীর PF অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার !

৮০ লক্ষ কর্মচারীর PF অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার !

  • Bangla Editor

  • 14

    ৮০ লক্ষ কর্মচারীর PF অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার !

    করোনা ভাইরাসের প্রকোপ থেকে দেশবাসীকে বাঁচাতে বিভিন্ন শ্রেণির মানুষের জন্য আলাদা আলাদা আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে সরকারের তরফে ৷ নিম্ন আয় করেন এরকম প্রায় ৮০ লক্ষ কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আগামী ৩ মাস সংস্থা ও কর্মচারীর তরফে ১২ শতাংশ + ১২ শতাংশ টাকা EPFO তে সরকার জমা করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই সিদ্ধান্তের জেরে দেশের প্রায় ৪ লক্ষ সংস্থা লাভবান হতে চলেছে ৷

    MORE
    GALLERIES

  • 24

    ৮০ লক্ষ কর্মচারীর PF অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার !

    তবে এই যোজনার বেশ কিছু শর্ত রয়েছে ৷ এই সুবিধা সেই সংস্থাগুলি পাবে যাদের ১০০ এর কম কর্মচারী রয়েছে এবং যাদের ৯০ শতাংশের বেতন ১৫০০০ টাকার কম ৷ অর্থাৎ ১৫ হাজার টাকার বেশি যাদের বেতন তারা এই সুবিধা পাবেন না ৷

    MORE
    GALLERIES

  • 34

    ৮০ লক্ষ কর্মচারীর PF অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার !

    এর জেরে একজন কর্মচারীর কত লাভ হবে জানেন ? সাধারণত বিভিন্ন সংস্থা আলাদা আলাদা উপায়ে বেসিক স্যালারি ঠিক করে থাকে ৷ আনুমানিক ১৫ হাজার টাকা যার বেতন তার বেসিক ও ডিএ মিলিয়ে ৭০০০ টাকা হবে ৷ এর থেকে ইপিএফ এর জন্য ১২ শতাংশ টাকা কেটে নেওয়া হয় ৷ অথার্ৎ ৮৪০ টাকা ৷ একই অঙ্কের টাকা এমপ্লায়ারের তরফেও যোগদান করা হয় ৷ দু’জনের তরফে ১২-১২শতাংশ পিএফ অ্যাকাউন্টে জমা করা হয় ৷ সরকারের ঘোষণা অনুযায়ী, কর্মচারী ও সংস্থার তরফে ৮৪০ ও ৮৪০ এবার সরকার দেবে আগামী তিন মাসের জন্য ৷ সরকার মোট ১৬৮০ টাকা জমা করবে একজন কর্মচারীর জন্য ৷

    MORE
    GALLERIES

  • 44

    ৮০ লক্ষ কর্মচারীর PF অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার !

    এই হিসেবে ওই কর্মচারীর প্রতি মাসে ১৬৮০ টাকা বেঁচে যাবে ৷ অথার্ৎ তিন মাসে লাভ হবে ৫০৪০ টাকা ৷

    MORE
    GALLERIES