ভুল অ্যাকাউন্টে পড়েছে! ২০০০ টাকা ফেরত নিয়ে নিচ্ছে কেন্দ্র
প্রথম কিস্তিতে ভুল ভ্রান্তি হওয়ার পর কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি গ্রহীতার নামের তালিকা জমা দিতে হবে৷ তারপরেই কেন্দ্র টাকা ট্রান্সফার করবে ব্যাঙ্কে৷


প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার আওতায় প্রথম কিস্তির ২০০০ টাকা দিয়ে দিয়েছে কেন্দ্র৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে হাতে ২০০০ টাকার চেক তুলে দিয়েছেন কৃষকদের৷ কিন্তু যাঁরা ২০০০ টাকা করে পেলেন, তাঁরা কি সকলেই কৃষক? কেন্দ্রের তদন্তে দেখা গিয়েছে, না, সবাই কৃষক নন৷ এরকম অনেকে আছেন, যাঁদের সঙ্গে চাষ-আবাদের কোনও সম্পর্কই নেই৷


কেন্দ্রের তরফে সব রাজ্যের মুখ্য সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে, যারা চাষ-আবাদের সঙ্গে যুক্ত নয়, তাদের থেকে টাকা নিয়ে নিতে হবে৷


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ২৪ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা-র শুরু করেন৷ এই যোজনার আওতায় বছরে ৬০০০ টাকা দেওয়া হবে কৃষকদের তিনটি কিস্তিতে৷ প্রথম কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকা দেওয়া হয়েছে৷ দেখা গিয়েছে, এমন কিছু লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা গিয়েছে, যাদের সঙ্গে কৃষিকাজের কোনও সম্পর্কই নেই৷


প্রথম কিস্তিতে ভুল ভ্রান্তি হওয়ার পর কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি গ্রহীতার নামের তালিকা জমা দিতে হবে৷ তারপরেই কেন্দ্র টাকা ট্রান্সফার করবে ব্যাঙ্কে৷


সরকারের বক্তব্য, যারা ভুল বশতঃ টাকা পেয়েছেন, তারা ব্যাঙ্কে ফেরত দেওয়ার আবেদন জানাক৷ রাজ্য সরকার এই কাজে সাহায্য করুক৷ রাজ্য টাকা ফেরত নিয়ে https://bharatkosh.gov.in/ এ জমা করুক৷