

করোনার জেরে গোটা বিশ্বজুড়েই অধিকাংশ সংস্থা শুরু করেছে ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা ৷ কর্মীদের স্বাস্থ্যের সুরক্ষার কথা ভেবে খুব প্রয়োজন ছাড়া এখন অফিসে গিয়ে কাজ করা প্রায় বন্ধই বলা যেতে পারে ৷ অফিসের গোটা প্রক্রিয়াটাই চলছে যে যাঁর বাড়িতে থেকেই ৷ File Photo


গুগলের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি ৷ বিশ্বের অন্যতম বড় এই সংস্থা শুধুমাত্র এই বছরটাই নয় ৷ আগামী বছর জুনের শেষ পর্যন্ত কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের মেয়াদ বাড়ানোর কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে ৷ এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না ভারতে কর্মরত গুগলের কর্মীরাও। File Photo


গুগলের সিইও সুন্দর পিচাই কর্মীদের ইমেল করে জানিয়েছেন, ‘‘ আগামী দিনের কথা ভেবেই গোটা বিশ্বজুড়েই ছড়িয়ে থাকা সংস্থার অফিসের কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের মেয়াদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ ততদিন পর্যন্ত কর্মীদের অফিসে এসে কাজ করার প্রয়োজন নেই ৷ ’’ File Photo