২০০৬ সালে প্রথমবার সোনার দাম ১০ হাজার টাকা পেরিয়ে গিয়েছিল ৷ এরপর ৬ নভেম্বর সোনা ২০ হাজার টাকা হয়, ১ জুন ২০১২ সালে ৩০ হাজার, ৩ জানুয়ারি ২০২০-তে সোনার দাম ৪০ হাজার হয়ে যায় ৷ এরপর ২২ জুলাই ২০২২-এ সোনার দাম ৫০ হাজার টাকা হয়ে যায় ৷ এবং আজ অর্থাৎ ২০ মার্চ ২০২৩ সালে ৬০ হাজার টাকা হয়ে গেল সোনার দাম ৷
আরও বাড়বে সোনার দাম- এখন একটাই প্রশ্ন সবার মনে দেখা দিয়েছে- আগামী দিনে কি আরও বাড়বে সোনার দাম ? বেশিরভাগ ব্রোকারেজ হাউস জানিয়েছে, আগামী মাসগুলি অর্থাৎ জুন পর্যন্ত সোনার দাম ঊর্ধ্বমুখী থাকবে ৷ IIFL সিকিউরিটিজ সোনার দাম আগামী দিনে ৬২ হাজার পর্যন্ত হতে পারে ৷ কেডিয়া কমোডিটিজ ও অ্যাক্সিস সিরিউরিটিজও সোনার দাম ৬২ হাজার হওয়ার সম্ভাবনা জানিয়েছে ৷