

চলছে বিয়ের মরশুম ৷ গত কয়েকদিন ধরেই লাগাতার দাম কমছে সোনার ৷ পয়লা জানুয়ারি ২০২১ থেকে এখনও পর্যন্ত সরাফা বাজারে (২৪ ক্যাকেট) সেনার দাম ৪৯৬৩ টাকা (৯.৮৯শতাংশ) সস্তা হয়েছে ৷ দেশের বুধবার সোনার দাম গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম রয়েছে ৷ এদিন MCX এ সোনার দাম ০.১১ শতাংশ কমে ৪৫৫০০ টাকা প্রতি ১০ গ্রামে ব্যবসা করছে ৷ গত ৭ দিনে আজ নিয়ে ৬ বার দাম কমেছে সোনার ৷ গত ১০ মাসে সোনার দাম প্রায় ১১ হাজার টারা পর্যন্ত সস্তা হয়েছে ৷ অগাস্ট ২০২০-তে সোনার দাম প্রায় ৫৬,২০০ টাকা রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছিল ৷


দিল্লির সরাফা বাজারে বুধবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৫৫০০ টাকা হয়ে গিয়েছে, যা গত ১০ মাসে সবচেয়ে কম ৷ আন্তর্জাতিক বাজারে সোনার দাম ০.২ শতাংশ কমে ১৭৩৪.১৬ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷


রুপোর দামেও বুধবার সেরকম কোনও প্রভাব পড়েনি ৷ দিল্লিতে রুপোর দাম প্রতি কিলোগ্রামে ৬৯২১৬ টাকা ৷ এদিন আন্তর্জাতিক বাজারে রুপোর দাম ০.৩ শতাংশ কমে ২৬.৬৭ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷