

চলতি বছর মার্চ মাস থেকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের জেরে একটা অস্বাভাবিক আর্থিক পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ এর জেরে সোনায় ইনভেস্ট করা সবচেয়ে সুরক্ষিত বলে মনে করা হচ্ছিল ৷ সাধারণত এরকম পরিস্থিতি অর্থাৎ অর্থনীতিতে ধাক্কা লাগে তখন সোনাতে ইনভেস্ট করায় সবচেয়ে ভাল বিকল্প বলে মনে করা হয় ৷ কিন্তু এখন দাম কমছে সোনার ৷ মার্কিন ডলারের মূল্য মজবুত হতে ও কোভিড ১৯ ভ্যাকসিনের খবর ছড়িয়ে পড়তেই সোনা ও রুপোর দাম কমতে শুরু করেছে ৷ Gold ETF-এ ইনভেস্ট করারও প্রবণতাও কম দেখা যাচ্চে ৷ অগাস্টের পর এখনও পর্যন্ত সোনা প্রায় ৬০০০ টাকা প্রতি ১০ গ্রামে সস্তা হয়ে গিয়েছে ৷


বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে বাজারে খুব শীঘ্রই করোনার ভ্যাকসিন আসতে চলেছে ৷ খবর ছড়িয়ে পড়তেই সোনার দাম প্রায় ১০০০ টাকা প্রতি ১০ গ্রামে কমে গিয়েছে ৷ বিশেষজ্ঞদের মতে আগামী দিনে সোনার দামে পতন জারি থাকবে ৷ নতুন বছরে সোনার দাম এখনকার থেকে প্রায় ৫০০০ টাকা প্রতি ১০ গ্রামে সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷


মার্কিন সংস্থা ফাইজার দাবি করেছে তাদের ভ্যাকসিন তৃতীয় ট্রায়ালে ৯৫ শতাংশ সফল রয়েছে ৷ মর্ডানার দাবি তাদের ভ্যাকসিন ৯৪.৫ শতাংশ সফল ৷ এর পাশাপাশি SERUM ইনস্টিটিউটের তরফেও জানানো হয়েছে ভারতে আগামী ২-৩ মাসের মধ্যে ভ্যাকসিন চলে আসবে ৷ Oxford University-র দাবি তাদের করোনা ভাইরাসের ভ্যাকসিন ৯০ শতাংশ পর্যন্ত সফল ৷ Oxford এর ভ্যাকসিন প্রোজেক্টে SERUM তাদের পার্টনার ৷