

শীঘ্রই বাজারে আসতে পারে করোনার ভ্যাকসিন! এই খবর আসতেই দাম পড়তে শুরু করেছে সোনার ৷ করোনার ভ্যাকসিন এসে গেলে আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ শেয়ার বাজার চাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে মনে করে অনেকেই সোনা থেকে টাকা তুলে মার্কেটে ইনভেস্ট করতে শুরু করেছে ৷ এর জেরে দেশের বাজারেও সোনার দামের উপর প্রভাব পড়েছে ৷


মঙ্গলবার ১ ডিসেম্বর অবশ্য সোনার দাম সামান্য একটু বেড়েছিল ৷ মঙ্গলবার ১০ গ্রাম সোনার দাম ৪৫ টাকা বেড়ে ৪৮২৭৩ টাকা হয়েছিল ৷ এর আগে সোমবার সোনার দাম ছিল ৪৮২২৮ টাকা ৷ আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার সোনার দাম ছিল ১৮১২ ডলার প্রতি আউন্স ৷


রুপোর দাম মঙ্গলবার দিল্লির সরাফা বাজারে প্রতি কিলোগ্রামে ৪০৭ টাকা বেড়েছে ৷ এর দাম বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৯৩৮০ টাকা হয়েছিল ৷ সোমবার রুপোর দাম ছিল ৫৮৯৭৩ টাকা প্রতি কিলোগ্রামে ৷ আন্তর্জাতিক বাজারে রুপোর দাম ছিল ২৩.২৪ ডলার প্রতি আউন্স ৷