জুনের এক তারিখ থেকে সোনার বাজারে নতুন নিয়ম চালু করার কথা ভেবেছিল কেন্দ্রীয় সরকার। photo source collected
2/ 5
বলা হয়েছিল হলমার্ক ছাড়া কেউ সোনার গয়না বিক্রি করতে পারবেন না। যদি কেউ হলমার্ক ছাড়া সোনার গয়না বিক্রি করতে যান তবে অভিযুক্তের জেল, জরিমানা হতে পারে।
3/ 5
গয়নার প্রতারণা রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু করোনার কথা মাথায় রেখে বদল আনা হল এই নিয়মের। এখুনি লাগু হচ্ছে না এই নিয়ম।
4/ 5
করোনা ভাইরাসে মানুষের নাজেহাল দশা। এই সময় গয়না বিক্রির উপর হলমার্কের বোঝা চাপছে না।
5/ 5
আগেই বলা হয়েছিল জুনের ১৫ তারিখ পর্যন্ত ছাড় থাকবে করোনার জন্য। এখন বলা হচ্ছে গয়নায় হলমার্কের ক্ষেত্রে এখনই কোনও সিদ্ধান্ত নয়। আপাতত হলমার্ক ছাড়া গয়নাও বিক্রি করা যাবে। কবে থেকে নতুন নিয়ম চালু হবে তা পরে জানানো হবে।