

শুক্রবার ফের সোনা ও রুপোর দামে পতন দেখা গেল ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম ০.২৪ শতাংশ পড়ে প্রতি ১০ গ্রামে ৫০২৭০ টাকা হয়েছে ৷ এর আগে লাগাতার তিনদিন সোনালি ধাতুর দাম বাড়তে দেখা গিয়েছে ৷ রুপোর দামও শুক্রবার ০.৬০ শতাংশ পড়ে গিয়েছে ৷ এর জেরে প্রতি কিলো সোনার দাম হয়েছে ৬৭৮৮২ টাকা ৷


সোনার ব্যবসায়ীরা বর্তমানে আমেরিকার আগামী স্টিমিউলাস প্যাকেজের উপর নজর রাখছে ৷ মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই প্যাকেজের জন্য অনুমতি পাওয়া যাবে সেনেট থেকে ৷ করোনা ভাইরাস পরিস্থিতির জেরে গত কয়েক দিনে সোনার দাম অনেকটাই বেড়ে গিয়েছিল ৷ তবে স্টিমিউলাস প্যাকেজ আসার সম্ভাবনা রয়েছে এর জেরে কিছুটা সার্পোট পাওয়া গিয়েছে ৷


সম্প্রতি বেশ কিছ এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে ৷ এর জেরে ফের একবার বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যার প্রভাব সোনার দামের উপর পড়তে দেখা গিয়েছে ৷