

করোনা ভ্যাকসিনের খবরের মাঝে এদিন ভারতীয় বাজারে ফের দাম কমল সোনার ৷ MCX এ সোনার দাম ০.৬ শতাংশ কমে ৪৯৮১৫ টাকা প্রতি ১০ গ্রামে হয়ে গিয়েছে ৷ রুপোর দাম ১.২ শতাংশ কমে প্রতি কিলোতে ৪৯৮৫০ টাকা হয়ে গিয়েছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনার ভ্যাকসিন শীঘ্রই বাজারে আসতে চলেছে এই খবর আসতেই সোনার দামে পতন দেখা গিয়েছে ৷


আন্তর্জাতিক বাজারে সোনার দাম ০.৩ শতাংশ পড়ে গিয়ে ১৮৬৫.৪৬ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে৷ রুপোর দাম ০.৭ শতাংশ কমে ২৪.৩৮ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷ প্লাটিনাম ০.৬ শতাংশ বেড়ে ১০২৮.১৭ ডলার ও প্যালেডিয়াম ০.১ শতাংশ বেড়ে ২৩১১.৮৭ ডলার হয়ে গিয়েছে ৷


গ্লোবাল ইকোনমি ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে এবং আমেরিকা ও চিনের মধ্যে চাপানউতোর কম হওয়ায় ইনভেস্টররা সোনা থেকে ফের একবার শেয়ার বাজারে ইনভেস্ট করতে শুরু করেছে ৷ ফলে আগামী দিনে সোনার দামে বেশি বাড়ার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে ৷ তবে লম্বা সময়ের জন্য এখনও সোনাতে ইনভেস্ট করা ভাল অপশন হিসেবে মনে করা হয় ৷