

সোনার দাম আগুন৷ তবু তারই মধ্যে খানিক স্বস্তি৷ লাগাতার ৩ দিন ধরে সোনার দামের পতন ঘটছে৷ ডলারের দাম বৃদ্ধির ফলে বিদেশি বাজারে সোনার দাম ২ শতাংশ কমে ১৮৬২ মার্কিন ডলার প্রতি আউন্স হয়েছে৷ যার নির্যাস, ভারতে প্রতি ১০ গ্রাম সোনায় ৬ হাজার টাকা সস্তা হয়েছে৷


গত ৭ অগাস্ট সোনার প্রতি ১০ গ্রামে দাম ছিল ৫৬ হাজার টাকা৷ তা এখন কমে গিয়ে ৫১ হাজার টাকা হয়েছে৷ আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই তা কমে ৫০ হাজারের নীচে নামবে৷


বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার জেরেই ভারতের বাজারে সোনার দাম বেড়েছিল৷ তবে এবারে দামে যে পতন হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, তা বজায় থাকতে পারে বলেই মনে করা হচ্ছে৷ দিল্লিতে বুধবার প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫০ হাজার ৭৫০ টাকা হয়ে যায় কমে৷


আজও সোনা ও চাঁদির দামে পতন অব্যাহত৷ এমসিএক্স গোল্ড ফিচারে বুধবার সোনার দাম ১.২ শতাংশ কমেছে। ফলে ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৯,৭৬৪ টাকা।


মার্কিন ডলারের নিরাপত্তা নিয়ে ঝুঁকিকে কেন্দ্র করে গোটা বিশ্বে সোনার দামের প্রবল পতনের ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। আর সেই কারণেই এই সপ্তাহের শুরু থেকেই সোনার দামে কমতি দেখা গিয়েছে।