রেগুলার ইনভেস্টমেন্টের পরও আমাদের কাছে কিছু টাকা বেঁচে যায় যার থেকে মোটা টাকা সহজেই আয় করা যেতে পারে ৷ বেশিরভাগ মানুষ এই টাকা ফিক্সড ডিপোজিটে রেখে থাকেন ৷ কিন্তু এছাড়াও আরও একটি বিকল্প রয়েছে যেখানে এফডির থেকে বেশি সুদ পাওয়া যায় ৷ স্যুইপ ইন ডিপোজিটে টাকাটা জমা করে বেশি সুদ পাওয়া যেতে পারে ৷
HDFC ব্যাঙ্কে এই সুবিধাকে স্যুইপ ইন ফিক্সড ডিপোজিট ও ICICI ব্যাঙ্কে Flexi Fixed Deposit বলা হয় ৷ স্যুইপ ইন ডিপোজিট ও ফ্লেক্সি ডিপোজিটে একটা পার্থক্য রয়েছে ৷ ফ্লেক্সি ডিপোজিটে ব্যাঙ্ক নিজে থেকেই বাড়তি ফান্ড ডিপোজিটে ট্রান্সফার করে দেয় ৷ স্যুইপ ইন ডিপোজিটে আপনাকে ম্যানুয়ালি শুরু করতে হয় ৷ ট্রান্সফারের জন্য সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হয় ৷
ব্যাঙ্ক আপনার তরফে বলে দেওয়া নির্দিষ্ট অঙ্কের টাকা সেভিংস অ্যাকাউন্ট থেকে স্যুইপ ইন ডিপোজিটে ট্রান্সফার করে দেয় ৷ স্যুইপ ইন ডিপোজিট ১ থেকে ৫ বছরের জন্য হয় ৷ কত বছরের জন্য ডিপোজিট করছেন তার উপর সুদের হার ঠিক করা হয় ৷ এই ডিপোজিটে আপনাকে বেশি সুদ দেওয়া হয় ৷ এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে ন্যূনতম ২৫ হাজার টাকার এফডি করাতে হবে ৷