

সম্প্রতি সরকারের তরফে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে ৷ এর জেরে ভর্তুকিযুক্ত ১৪.২ কিলোগ্রাম এলপিজি সিলিন্ডারের দাম ৬৪৪ টাকা থেকে বেড়ে ৬৯৪ টাকা হয়ে গিয়েছে ৷ ডিসেম্বর মাসে দু’বার দাম বাড়ানো হয়েছে গ্যাস সিলিন্ডারের ৷ এর আগে ১ ডিসেম্বর এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল ৷ কিন্তু আপনি জানেন কী এই মাসে মাত্র ২০০ টাকায় সিলিন্ডার কিনতে পারবেন ৷ দেখে নিন কীভাবে মিলবে এই সুবিধা....


এবার পেটিএম থেকে এলপিজি সিলিন্ডার করলে পেতে পারেন ৫০০ টাকা ক্যাশব্যাক ৷ দেশের বেশির ভাগ জায়গায় ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম ৭০০ থেকে ৭৫০ টাকার মধ্যে হয় ৷ তাই আপনি যদি পেটিএম-এর ক্যাশব্যাক লাভ ওঠাতে পারেন তাহলে মাত্র ২০০ থেকে ২৫০ টাকায় HP, Indane, Bharat Gas এর গ্যাস সিলিন্ডার চলে আসবে আপনার বাড়িতে ৷


পেটিএম অ্যাপ থেকে কীভাবে বুকিং করবেন এলপিজি সিলিন্ডার-স্টেপ ১- ফোনে পেটিএম অ্যাপ না থাকলে সেটি ডাউনলোড করুনস্টেপ ২- ফোনে খুলে নিন পেটিএম অ্যাপস্টেপ ৩- এরপর 'recharge and pay bills' এ ক্লিক করুনস্টেপ ৪- এবার 'book a cylinder' এ ক্লিক করুনস্টেপ ৫- ভারত গ্যাস, এইচপি বা ইন্ডেনের মধ্যে আপনার গ্যাস প্রোভাইডার সিলেক্ট করুনস্টেপ ৬- রেজিস্টার্ড মোবাইল নম্বর বা আপনার এলপিজি আইডি দিতে হবেস্টেপ ৭- এরপর পেমেন্ট অপশন দেখাবেস্টেপ ৮- পেমেন্ট করার আগে প্রথমে অফারে 'FIRSTLPG' প্রোমো কোড দিতে হবে