দেশের সবচেয়ে বড় লাইফ ইনস্যুরেন্স সংস্থা LIC একাধিক পলিসি বা স্কিম রয়েছে যাতে সাধারণ মানুষ অনেকটাই লাভবান হতে পারবেন ৷ তারই মধ্যে একটি স্কিম হচ্ছে নিউ জীবন আনন্দ পলিসি ৷ বিশষজ্ঞদের মতে এই স্কিমে দ্বিগুণ লাভ পেতে পারেন পলিসি হোল্ডাররা ৷ এক এই পলিসি করলে মিলবে ট্যাক্স ছাড় ৷ আর দ্বিতীয় পলিসি রিস্ক কভার থাকবে সারা জীবন ৷