

মঙ্গলবার ফের দাম বাড়ল সোনা ও রুপোর ৷ ১৬ ফেব্রুয়ারি ২০২১ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১৯৮ টাকা বেড়ে সোনার দাম প্রতি ১০ গ্রামে হয়েছে ৪৭৪৩৯.০০ টাকা ৷ রুপোর দাম ৬৩৪ টাকা বেড়ে হয়েছে ৭০৭৬৩ টাকা প্রতি কিলোগ্রামে ৷ দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম ৪৬৪০০ টাকায় ট্রেড করছে ৷


তবে দাম বাড়লেও সোনার দাম অল টাইম হাই থেকে এখনও পর্যন্ত ৮৮০০ টাকা সস্তা হয়েছে ৷ করোনাকালে সোনার দাম বেড়ে প্রায় ৫৬২০০ টাকা হয়ে গিয়েছিল ৷ অল টাইম হাই থেকে রুপোর দামও ৭৩০০ টাকা কমেছে ৷


সোমবার দিল্লির সরাফা বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে মাত্র ১৯ টাকা কমেছিল ৷ দিল্লিতে ৯৯.৯ গ্রাম শুদ্ধতার সোনার নতুন দাম ১০ গ্রামে ৪৬৮২৬ টাকা হয়েছিল ৷ সোমবার রুপোর দাম অবশ্য বেড়েছিল ৷ প্রতি কিলোতে ৬৪৬ টাকা বেড়ে রুপোর দাম হয়েছিল ৬৯০৭২ টাকা ৷


এবছর বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সোনা ও রুপোর উপর আমদানি শুল্কে অনেকটাই ছাড় ঘোষণা করেছিলেন ৷ সোনা ও রুপোর আমদানি শুল্ক প্রায় ৫ শতাংশ কম করা হয়েছে ৷ সোনার উপর ১২.৫ শতাংশ আমদানি শুল্ক দিতে হত ৷ তবে এই ছাড়ের পর এবার তা কমে ৭.৫ শতাংশ হয়ে গিয়েছে ৷ এর জেরেও সোনা ও রুপোর দাম অনেকটাই কমেছে ৷