প্রত্যেক ব্যক্তির চাহিদা অনুযায়ী পলিসি রয়েছে এলআইসি-র। এটাই লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিশেষত্ব। জীবন সুরক্ষার পাশাপাশি এলআইসি-র প্ল্যানগুলোতে মোটা অঙ্কের রিটার্নও মেলে। কিন্তু এলআইসি-র কোন পলিসিগুলোতে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যায়? এখানে তেমনই ৪টি পলিসির হদিশ দেওয়া হল। উচ্চ রিটার্নের পাশাপাশি ব্যাপক কভারেজ অফার করার জন্যেই এগুলো ডিজাইন করা হয়েছে।
এলআইসি নিউ চিলড্রেন মানি ব্যাক প্ল্যান: এলআইসি নিউ চিলড্রেনস মানি ব্যাক প্ল্যান হল একটি লাইফ অ্যাসুরেন্স মানি-ব্যাক প্ল্যান যা সন্তানের শিক্ষা, বিবাহ এবং অন্যান্য প্রয়োজনীয়তা মেটানোর জন্য ডিজাইন করা হয়েছে। সন্তান যেন তার স্বপ্ন পূরণে কোনও বাধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করার জন্য এই প্ল্যানে ডেথ বেনিফিট, সারভাইভাল বেনিফিট এবং ম্যাচিউরিটি বেনিফিট প্রদান করে।
শর্তাবলী – ক) পিতা-মাতা বা দাদু-ঠাকুমা ০ থেকে ১২ বছর বয়সী সন্তানের জন্যে এই প্ল্যান কিনতে পারেন। খ) এই প্ল্যানে ‘সারভাইভাল বেনিফিট স্থগিত করার বিকল্প’-ও রয়েছে। পলিসি হোল্ডার নির্ধারিত তারিখের পর যে কোনও সময় সারভাইভাল বেনিফিট নিতে পারেন। গ) ন্যূনতম ১ লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়, সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই।
শর্তাবলী – ক) ১৮ থেকে ৭০ বছর বয়সী ব্যক্তিরা এই প্ল্যান কিনতে পারবেন। খ) রাইডারের অধীনে ন্যূনতম এবং সর্বোচ্চ কভারেজ হল ১০ হাজার টাকা থেকে ১ কোটি টাকা। গ) আত্মহত্যার চেষ্টা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো বা যে কোনও ধরনের দুঃসাহসিক কাজে অংশ নেওয়ার কারণে পলিসিধারীর মৃত্যু হলে নমিনিকে কোনও টাকা দেওয়া হয় না।