সারাদেশেই ট্রেন বিভিন্ন স্থানের যোগাযোগের মধ্যে অন্যতম উপায়৷ খুব কম অর্থে ট্রেনে যাত্রা করা যায়৷ তবে আপনি কী জানেন, গত ৭৩ বছর ধরে ভারতীয় রেলের একটি ট্রেন আপনাকে বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়৷
2/ 7
এই ট্রেনটিতে সাধারণত ৩০০ জন যাত্রী ধরে৷ এই ট্রেনটি দেশের মোট ২৫টি গ্রামে লাইফ-লাইন বলা চলে৷ ১৩ কিলোমিটার যাত্রা করতে পারে এই ট্রেনটি৷ এর ফলে স্কুলের পড়ুয়া থেকে শুরু করে দিনমজুররা সুবিধা পান৷
3/ 7
১৯৪৮ সালে এই রেল লাইনের কাজ শুরু হয়৷ প্রাথমিক ভাবে ভারতের অন্য অংশের মতো এখানেও রেল চলত স্টিম ইঞ্জিনে৷ ১৯৫৩ সালে তিনটি নতুন মার্কিন ইঞ্জিন আসে, সেগুলি ব্যবহার করা হয়৷
4/ 7
এই রুটটিকে বলা হয়, ভাকর নাঙ্গাল ট্রেন৷ পঞ্জাব ও হিমাচল প্রদেশের মধ্যে এই ট্রেনটি চলে৷ এটি ভাকরা ও নাঙ্গালের মধ্যে চলে৷ মোট ১৩ কিলোমিটার রাস্তা এটি পরিষেবা প্রদান করে৷
5/ 7
২০১১ সালে ভাকরা-নাঙ্গাল ম্যানেজমেন্ট বোর্ড এই বিনামূল্যের ট্রেনটি চালায়৷ ২০১১ সালে তাঁরা ঠিক করেছিল এই বিনামূল্যে ট্রেনের পরিষেবা তাঁরা তুলে দেবে৷ কিন্তু তারপর এই সিদ্ধান্তে বদল করা হয়৷
6/ 7
কর্তৃপক্ষ বুঝতে পারে, এটি কেবলমাত্র লাভের প্রশ্ন নয়৷ এটি আসলে একটি দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষের জীবনের অর্থনীতিকে চালু করে রেখেছে৷ সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েও ফিরিয়েছিল৷
7/ 7
এখনও কর্তৃপক্ষ এই ট্রেনটি চালায়, কারণ কর্তৃপক্ষ মনে করে এর ফলে ওই অংশের সাধারণ মানুষ থেকে শুরু করে মূলত দরিদ্র কম বয়সের ছেলেমেয়েরা এলাকার সম্পর্কে জানবে ও তাঁদের কাজ সম্পন্ন করতে পারে৷
Indian Railways: ৭৩ বছর ধরে এই ট্রেনে কাটতে হয় না টিকিট, যাত্রা করা যায় বিনামূল্যে, চমকে যাবেন শুনলে
সারাদেশেই ট্রেন বিভিন্ন স্থানের যোগাযোগের মধ্যে অন্যতম উপায়৷ খুব কম অর্থে ট্রেনে যাত্রা করা যায়৷ তবে আপনি কী জানেন, গত ৭৩ বছর ধরে ভারতীয় রেলের একটি ট্রেন আপনাকে বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়৷
Indian Railways: ৭৩ বছর ধরে এই ট্রেনে কাটতে হয় না টিকিট, যাত্রা করা যায় বিনামূল্যে, চমকে যাবেন শুনলে
এই ট্রেনটিতে সাধারণত ৩০০ জন যাত্রী ধরে৷ এই ট্রেনটি দেশের মোট ২৫টি গ্রামে লাইফ-লাইন বলা চলে৷ ১৩ কিলোমিটার যাত্রা করতে পারে এই ট্রেনটি৷ এর ফলে স্কুলের পড়ুয়া থেকে শুরু করে দিনমজুররা সুবিধা পান৷
Indian Railways: ৭৩ বছর ধরে এই ট্রেনে কাটতে হয় না টিকিট, যাত্রা করা যায় বিনামূল্যে, চমকে যাবেন শুনলে
১৯৪৮ সালে এই রেল লাইনের কাজ শুরু হয়৷ প্রাথমিক ভাবে ভারতের অন্য অংশের মতো এখানেও রেল চলত স্টিম ইঞ্জিনে৷ ১৯৫৩ সালে তিনটি নতুন মার্কিন ইঞ্জিন আসে, সেগুলি ব্যবহার করা হয়৷
Indian Railways: ৭৩ বছর ধরে এই ট্রেনে কাটতে হয় না টিকিট, যাত্রা করা যায় বিনামূল্যে, চমকে যাবেন শুনলে
এই রুটটিকে বলা হয়, ভাকর নাঙ্গাল ট্রেন৷ পঞ্জাব ও হিমাচল প্রদেশের মধ্যে এই ট্রেনটি চলে৷ এটি ভাকরা ও নাঙ্গালের মধ্যে চলে৷ মোট ১৩ কিলোমিটার রাস্তা এটি পরিষেবা প্রদান করে৷
Indian Railways: ৭৩ বছর ধরে এই ট্রেনে কাটতে হয় না টিকিট, যাত্রা করা যায় বিনামূল্যে, চমকে যাবেন শুনলে
২০১১ সালে ভাকরা-নাঙ্গাল ম্যানেজমেন্ট বোর্ড এই বিনামূল্যের ট্রেনটি চালায়৷ ২০১১ সালে তাঁরা ঠিক করেছিল এই বিনামূল্যে ট্রেনের পরিষেবা তাঁরা তুলে দেবে৷ কিন্তু তারপর এই সিদ্ধান্তে বদল করা হয়৷
Indian Railways: ৭৩ বছর ধরে এই ট্রেনে কাটতে হয় না টিকিট, যাত্রা করা যায় বিনামূল্যে, চমকে যাবেন শুনলে
কর্তৃপক্ষ বুঝতে পারে, এটি কেবলমাত্র লাভের প্রশ্ন নয়৷ এটি আসলে একটি দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষের জীবনের অর্থনীতিকে চালু করে রেখেছে৷ সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েও ফিরিয়েছিল৷
Indian Railways: ৭৩ বছর ধরে এই ট্রেনে কাটতে হয় না টিকিট, যাত্রা করা যায় বিনামূল্যে, চমকে যাবেন শুনলে
এখনও কর্তৃপক্ষ এই ট্রেনটি চালায়, কারণ কর্তৃপক্ষ মনে করে এর ফলে ওই অংশের সাধারণ মানুষ থেকে শুরু করে মূলত দরিদ্র কম বয়সের ছেলেমেয়েরা এলাকার সম্পর্কে জানবে ও তাঁদের কাজ সম্পন্ন করতে পারে৷