

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেজ সেল। ঠিক তার পরের দিন অর্থাৎ ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। ক্রেতারা মুখিয়ে রয়েছেন সাধ্যের মধ্যে সেরা অনলাইন শপিংয়ের জন্য। এই পরিস্থিতিতে আসুন দেখে নেওয়া যাক, ফোন বা স্পিকারে সেরা সম্ভাব্য সেরা অফারগুলি।


এলজি জি এইট এক্স (Lg g8 x)ডিসেম্বরে ৪৯,৯৯৯ টাকায় লঞ্চ করেছিল এই ফোন। পরে এর দাম বেড়ে হয় ৫৪,৯৯০ টাকা। এ বার বিগ বিলিয়ন সেলে এই ফোনের দাম পড়বে ১৯,৯৯০ টাকা। তাই তৈরি থাকুন। সুযোগ বুঝে কিনে নিন এলজি-এর এই স্মার্ট ফোন।


আইফোন ১১ (iphone 11)অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ছাড় পাওয়া যাবে আইফোন ১১-তে। এ ক্ষেত্রে ৫০,০০০ টাকার নিচে নামতে পারে আইফোন ১১-র দাম। তাই আইফোন ১২-র জন্য অপেক্ষা না করে কিনে ফেলতে পারেন আইফোন ১১।


ওয়ান প্লাস নর্ড (one plus nord)কয়েক মাস আগে ২৪,৯৯৯ টাকায় লঞ্চ করেছিল ওয়ান প্লাস নর্ড। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এ বার এই ফোন পাওয়া যাবে ডিসকাউন্টে। তবে ঠিক কত টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে, তা এখনও সংস্থার তরফে জানানো হয়নি। অনুমান, ২০,৯৯৯ টাকা থেকে ২৪,০০০-এর মধ্যে দাম পড়বে এই ফোনের।


অ্যালেক্সা পাওয়ারড ইকো স্পিকার (Alexa powered echo speaker)অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে ছাড় মিলবে অ্যালেক্সা পাওয়ারড ইকো স্পিকারে। প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানি। এ ক্ষেত্রে ইকো ডট থার্ড জেনারেশনের দাম ৪,৪৯৯ টাকা থেকে কমে ২,২৪৯ টাকা হবে। ইকোপ্লাসের দাম ১৪,৯৯৯ টাকা থেকে হবে ৭,৪৯৯ টাকা।


এক্সবক্স সিরিজ এস (xbox series s)কয়েক সপ্তাহ আগেই লঞ্চ হয়েছে এক্সবক্স সিরিজ এস। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন সেলে এই গেমিং কনসোলের দাম প্রায় পাঁচ হাজার টাকা পর্যন্ত কমবে। গেমিং কনসোলের দাম ছিল ৩৪,৯৯০ টাকা। সেলে হতে পারে ২৯,৯৯৯ টাকা।


স্যামসাং গ্যালাক্সি এস ২০ প্লাস (samsung galaxy s 20 plus)ফ্লিপকার্ট বিগ বিলিয়ন সেলে ডিসকাউন্টে মিলবে এই স্যামসা গ্যালাক্সি এস ২০ প্লাস। এ ক্ষেত্রে ফোনের দাম ৮৩,০০০ টাকা থেকে কমে ৪৯,৯৯৯ টাকা হতে পারে। এ ছাড়া স্মার্ট আপগ্রেড প্ল্যানে গ্রাহকদের ফোনের মোট মূল্যের ৭০ শতাংশ টাকা দিতে হবে।


মোটো এজ প্লাস (moto edge plus)মোটোরোলার এই স্মার্টফোনের দাম ৮৯,৯৯৯ টাকা। এ বার সেলে দাম কমতে পারে ৬৪,৯৯৯ টাকা পর্যন্ত। পাশাপাশি দেওয়া হতে পারে এক্সচেঞ্জ অফারও। এ ছাড়াও এসবিআই ক্রেডিট ও ডেবিট কার্ডে কিনলে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।


স্যামসাং গ্যালাক্সি এম ৫১ (samsung galaxy m 51)অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেলে ডিসকাউন্টে পাওয়া যাবে এই ফোন। লঞ্চের সময় স্যামসাং গ্যালাক্সি এম ৫১-র দাম ছিল ২৮,৯৯৯ টাকা। তবে ঠিক কত টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে, তা এখনও সংস্থার তরফে জানানো হয়নি। অনুমান করা হচ্ছে, ডিসকাউন্টের পর ২০,৯৯৯ টাকা থেকে ২৮,০০০ টাকার মধ্যে দাম হতে পারে এই ফোনের।


রিয়েলমি এক্স ৫০ প্রো ফাইভ জি (realme x 50 pro five g)ভারতের প্রথম ফাইভ জি ফোন হিসেবে লঞ্চ হওয়ার পর ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে ডিসকাউন্টে পাওয়া যাবে এই ফোন। বর্তমানে এই ফোনের দাম ৪১,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট সেলে এই ফোন পাওয়া যেতে পারে ৩৬,৯৯৯ টাকায়।


রেডমি নোট নাইন প্রো (redme note nine pro)গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ডিসকাউন্টে পাওয়া যাবে রেডমি নোট নাইন প্রো। এই প্রথমবার দাম কমছে রেডমি নোট নাইন প্রো-র। তবে ঠিক কত টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে, তা এখনও সংস্থার তরফে জানানো হয়নি। এই মোবাইলের বর্তমান দাম ১৬,৯৯৯ টাকা। টেক এক্সপার্টরা জানাচ্ছেন, ডিসকাউন্টের পর ১০,০৯৯-১১,০০০ টাকার আশপাশে হতে পারে দাম।