সাধারণ মধ্যবিত্তরা LIC তে টাকা ইনভেস্ট করা সবচেয়ে নিরাপদ মনে করে থাকেন ৷ তাই প্রায় সকলেরই কোনও না কোন পলিসি করানো থাকে ৷ লাইফ ইনস্যুরেন্সের একাধিক পলিসি রয়েছে ৷ তাই সমস্ত পলিসি সম্বন্ধ আমাদের অনেকের কাছেই অজানা ৷ এরকমই একটি পলিসি হল জীবন উমঙ্গ ৷ ৯০ দিন থেকে ৫৫ বছরের যে কোনও ব্যক্তি এই পলিসি করাতে পারবেন ৷ এই পলিসি সম্পর্কে জেনে নি ১০টি গুরুত্বপূর্ণ তথ্য ৷