1/ 4


করোনায় ধ্বস্ত অর্থনীতি। তার মধ্যেই ৬ কোটি গ্রাহকের জন্য সুখবর নিয়ে এল কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অরগানাইজেশন। ২০১৯-২০ সালের সঞ্চয়ের উপর ৮.৫ শতাংশ সুদ দিতে পারে কেন্দ্র
2/ 4


সংস্থার সূত্রে প্রথমে স্থির হয়েছিল, গ্রাহকদের দুই ধাপে সুদ দেওয়া হবে। প্রথম ধাপে ৮.১৫ শতাং সুদ পাবেন তাঁরা। তারপরে সুদ পাবেন .৩৫ শতাংশ। এই বক্তব্যের ফলে নানা মহলে দ্বিধা ছিল ২০১৯-২০ অর্থবর্ষে ৮.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যায় কিনা, তাই নিয়ে।
3/ 4


বিশ্বস্ত সূত্রে খবর শ্রমমন্ত্রক থেকে অর্থমন্ত্রকে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠিতেই প্রস্তাব দেওযা হয় ২০১৯-২০ সালের ইপিএফ এ ৮.৫ শতাংশ হারে সদ দেওয়া হোক।