চাকুরিজীবিদের জন্য সুখবর ৷ অর্থ মন্ত্রক ইপিএফ-এর জন্য ৮.৬৫ শতাংশ সুদের হারে অনুমোদন দিয়ে দিয়েছে ৷ এরজেরে ইপিএফও-র ৬ কোটি সদস্যরা লাভবান হতে চলেছেন ৷ নিউজ এজেন্সি পিটিআই অনুযায়ী, অর্থ মন্ত্রকের তরফে ডিএফএস ইপিএফও-এর ২০১৮-১৯ এর জন্য সদস্যদের ইপিএফও-তে ৮.৬৫ শতাংশ সুদ দেওয়ার সিদ্ধান্তে সহমত প্রকাশ করেছে ৷