Home » Photo » business » Pension Hike: লক্ষ লক্ষ কর্মীদের জন্য বিরাট খবর! এক ধাক্কায় কয়েকগুণ বৃদ্ধির পথে পেনশন? সুপ্রিম রায়ে বদলাবে কর্মচারীদের ভবিষ্যত!
Pension Hike: লক্ষ লক্ষ কর্মীদের জন্য বিরাট খবর! এক ধাক্কায় কয়েকগুণ বৃদ্ধির পথে পেনশন? সুপ্রিম রায়ে বদলাবে কর্মচারীদের ভবিষ্যত!
Employees Pension|Pension Hike|EPFO|EPS Pension|Provident Fund|Central Government Decison|Modi Government Decision|Business: সুপ্রিম রায়ে এক ধাক্কায় কর্মীদের পেনশন বাড়তে পারে বেশ কয়েকগুণ
প্রভিডেন্ট ফান্ডের (Member of EPFO) সদস্যদের জন্য বড় খবর ৷ খুব তাড়াতাড়ি তাঁদের পেনশনের টাকা বাড়তে চলেছে ৷ বর্তমানে পেনশন গণনার ক্ষেত্রে বেসিক বেতন ক্যাপিং আছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতন (Minimum Basic Salary) ১৫,০০০ টাকা ৷ অর্থাৎ যাঁর বেসিক বেতন যতখানিই বেশি হোক না কেন ১৫,০০০ টাকা ক্যালকুলেটার হিসাবে ধরা হয় ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মচারীদের বেতন ৮,৫৭১ টাকা বাড়তে পারে ৷ যদি কর্মীদের বেতন ১৫,০০০ টাকার ক্যাপিং সরে যায় সেক্ষেত্রে কোনও কর্মীর বেসিক বেতন ২০,০০০ টাকা বেসিক স্যালারি হলে তার উপরে নির্ণয় করা হলে ৮,৫৭১ টাকা বৃদ্ধি হবে ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
যদি কোনও ব্যক্তির বেতন ১৫,০০০ টাকার বেশি হ সেক্ষেত্রে ৷ প্রভিডেন্ট ফান্ডের গণনাও সেই ভাবে হবে ৷ ধরে নেওয়া যাক কোনও কর্মীর মূল বেতন বা বেসিক স্যালারি ৫০,০০০ টাকা হয় ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
৫০,০০০ টাকায় গণনা করতে পারেনা ৷ এই বিষয়ে একটি মামলার শুনানি চলছে ৷ সুপ্রিম রায়ে যদি বেতনক্রমের সীমাটি খারিজ করা হয় ৷ প্রভিডেন্ট ফান্ডের গণনা আরও উচ্চহারে হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
বেসিক বেতন ১৫,০০০ টাকার উপরে হলে সেই মতই পেনশনের গণনা হতে পারে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মচারীদের পেনশন কয়েকগুণ বাড়বে ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
যদি কোনও ব্যক্তির ২০,০০০ টাকা বেসিক স্যালারি হয় ৭,৫০০ টাকার বদলে তিনি ৮,৫৭১ টাকা পেনশন হিসাবে পাবেন ৷ EPS-এর ক্যালকুলেশনের ফলে ইপিএফে কন্ট্রিবিউশন কয়েকগুণ বাড়তে পারে ৷
8/ 11
ফলত কর্মচারীদের পেনশন প্রায় ৩০০ শতাংশ বাড়বে ৷ কর্মচারীদের পেনশন সংশোধন যোজনা ১ সেপ্টেম্বর ২০১৪, কেন্দ্রীয় সরকারের ভূমিকার বিরোধিতা করেছিলেন বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিরা ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
এই নিয়েই ১ এপ্রিল ২০১৯-এ প্রভিডেন্ট ফান্ডের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি এসএলপি দাখিল করা হয়েছে, শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে বেতন যতই হোক ১৫,০০০ টাকার নিরিখে পেনশন হিসাব এটি মোটেই উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
এই নিয়ে অগাস্ট পর্যন্ত লাগাতার শুনানি হয়েছে এবার ফলাফল প্রকাশিত হওয়াটাই সময়ের অপেক্ষা ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
ইপিএস গণনার সূত্র মাসিক পেনশন=(পেনশনযোগ্য বেতন X EPS কন্ট্রিবিউশন) সঙ্গে তুলনা করে দেখা যেতে পারে ৷ এই ভাবে পেনশন প্রায় ৩০০ শতাংশ বাড়তে পারে ৷ অন্তত এমন সম্ভাবনার কথাই শোনা যাচ্ছে ৷ প্রতীকী ছবি ৷