

কাজ করার শেষে অর্থাৎ অবসরে কর্মীদের দ্রুততার সঙ্গে পেনশনের জন্য EPFO দফতরে বারেবারে ঘোরার দিন শেষ, প্রতিটি মানুষের পেনশন যাতে নিশ্চিত হয় সেই জন্য উমঙ্গ অ্যাপ (UMANG App)-এ নাম নথিভুক্ত করানোর সুবর্ণ সুযোগ ৷ প্রতীকী ছবি ৷


কেন্দ্রীয় শ্রমমন্ত্রক উমঙ্গ অ্যাপের মাধ্যমে বেসরকারি সংস্থায় কর্ম জীবন সম্পন্ন করার পরে একটি বিকল্প প্রস্তুতের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে ৷ অন্য পরিষেবার সঙ্গে পেনশনের পে অর্ডারও রাখার সম্ভাবনা আছে ৷ প্রতীকী ছবি ৷


কেন্দ্রীয় শ্রম ও রোজগারমন্ত্রকের এক আধিকারিকের মতে বেসরকারি সংস্থায় যে ব্যক্তি কাজ করেছেন এবং ইপিএফের খাতায় নাম আছে, তিনিই পেনশনের দাবি করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷


৫০ বছরের পর থেকেই সংস্থায় কর্মরত কর্মচারীদের পেনশন (Employee) শুরু হয়ে যায় ৷ প্রথমবার পেনশনের জন্য নাম নথিভুক্তকরণের মত বেশ কিছু প্রয়োজনীয় কাজ করতে হয় ৷ প্রতীকী ছবি ৷


এই জন্য কর্মজীবন থেকে অবসর প্রাপ্ত জেলার স্থানীয় ইপিএফ (Employees Provident Fund) কার্যালয়ে গিয়ে কাজ সারতে হয় তাতে একবার না হলেও বারেবারে পিএফ অফিসের দরজায় কড়া নাড়তে হয় ৷ তবে সেই সব সমস্যার দিন এখন অতীত ৷ প্রতীকী ছবি ৷


উমঙ্গ অ্যাপ (UMANG App) ইনস্টল করতে গেলে (Google Playstore) অ্যাপ ডাউনলোড করতে হবে ৷ এছাড়াও উমঙ্গ ওয়েবসাইটে দেওয়া QR code স্ক্যান করেও ডাউনলোড করা যেতে পারে ৷ এছাড়াও এই নম্বরে 9718391183 মিসড কল দিয়েও উমঙ্গ অ্যাপ ডাউনলোড করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷


উমঙ্গ ওয়েবাসাইট থেকে অ্যাপ ডাউনলোডের লিঙ্ক এসএমএসে পাঠানো হবে ৷ উমঙ্গ অ্যাপ খুলে বিকল্পতে ক্লিক করতে হবে, এরপরে মোবাইল নম্বর ভেরিফিকশনের পেজে গিয়ে OTP জেনারেট করতে হবে ৷ প্রতীকী ছবি ৷