পেট্রোপণ্যের দামের বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও ক্রমশ বাড়তে চলেছে ৷ সেই জিনিসপত্রের দাম খাদ্য সামগ্রীর সঙ্গে সঙ্গে অন্যান্য জিনিসপত্রের দামেরও উপরে রীতিমত পড়তে শুরু করেছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
যদিও দিল্লির তেল ও তৈলজাত সামগ্রীর বাজারে সয়াবিন, পামোলিন -সহ অন্যান্য তেলের দাম সস্তা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
শুক্রবার রাতে যেখনে শিকাগো এক্সচেঞ্জে ১.৫ শতাংশ বৃদ্ধি দেখতে পাওয়া গিয়েছে সেখানে যোগানেও প্রভাব পড়েছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
বিভিন্ন বাজারের সর্ষের যোগান বৃদ্ধি হয়েছে ৷ টন টন সরষের যোগান বৃদ্ধি পেয়েছে ৷ শনিবার তা আরও বেড়েছে ৷ এরফলে সরষের দাম ক্যুইন্টাল প্রতি ২৫ টাকা করে সস্তা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
অন্যদিকে উত্তরপ্রদেশের কথা বললে বলা যেতে পারে যে যেখানে সরষের তেলের দাম ১৫৭ টাকা কিলো, যেখানে গতবছর ২১০ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
সরষের তেলের দামে ৫০ টাকারও বেশি পতন হয়েছে ৷ বিশেষজ্ঞরা মনে করেন আগামী দিনে সরষের তেলের দামের পতন চলতেই থাকবে ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
শুধুই সরষের দামে পতন হয়নি পতন হয়েছে বাদামের দামেও ৷ বাদাম তেলের দামেও পতন হয়েছে ৷ পাইকারী দামেও হ্রাস পেয়েছে বাদামের দাম ৷ এক নজরে দেখে নেওয়া যাক ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
সরষের দাম ৭,৫০০ টাকা থেকে ৭,৫৫০ টাকা ৷ বাদাম ৬,৭২৫ টাকা থেকে ৬,৮২০ টাকা ৷ বাদাম তেলের সরবরাহ (গুজরাত) ১৫,৭৫০ টাকা ৷ রিফাইন্ড বাদাম তেলের দাম ২,৬১০ টাকা থেকে ২,৮০০ টাকা টিন প্রতি দর ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
সরষের তেল দাদরি ১৫,০০০ টাকা ক্যুইন্টাল প্রতি দাম, সরষের তেলের পাক্কি ঘানি ২,৩৭৫ টাকা থেকে ২,৪৫০ টাকা ৷ কাচ্চিঘানি সরষের মূল্য ২,৪২৫ টাকা থেকে ২,৫২৫ টাকা, তিলের তেলের ডেলিভারি ১৭,০০০ টাকা থেকে ১৮,৫০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
পামোলিন আরবিডি দিল্লি ১৫,৩৫০ টাকা, পামোলিন এক্স কান্ডালা ১৪,২৫০ টাকা (জিএসটি ছাড়া), সয়াবিন ৭,৬২৫-৭,৬৭৫ টাকা ? সয়াবিন ৭,৩২৫ টাকা-৭,৪২৫ টাকা, ভুট্টার দাম ৪,০০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
সয়াবিন তেলের মিল ডেলিভারি দিল্লিতে ১৫,৭৫০ টাকা, সয়াবিন তেলের মিল ডেলিভারি ইনদওর ১৫,৪০০ টাকা, সয়াবিন তেল কান্ডালা ১৩,৮০০ টাকা ৷ বিনোলা মিল ডেলিভারি (হরিয়ানা) ১৪,৮০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷