করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিনই বেড়েই চলেছে ৷ ভাইরাসের প্রকোপ থেকে দেশবাসীকে বাঁচাতে ২১ দিনের জন্য দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সিনেমা হল বা মনের মতো জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এর জেরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সেই সমস্ত ব্যক্তিদের উপরে যাদের ছোট খাটো ব্যবসা রয়েছে বা যারা দিন অনুযায়ী টাকা পায় ৷ ফলে আগে থেকেই ছোট খাটো ইনকামের ব্যবস্থা করে রাখা ভাল, যা এরকম পরিস্থিতিতে কাজে আসতে পারে ৷ পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম অ্যাকাউন্ট এই ক্ষেত্রে অত্যন্ত উপকারি প্রমাণিত হতে পারে ৷ এই স্কিমে আপনার জমা টাকা সুরক্ষিতও থাকবে ৷ পাশাপাশি তার উপর আপনি প্রতি মাসে ভালও আয়ও করতে পারবেন ৷
পোস্ট অফিসের এই স্কিমে ৪ টি বড় সুবিধা রয়েছে ৷ এই অ্যাকাউন্ট যে কোনও ব্যক্তি খুলতে পারবেন ৷ ব্যাঙ্কের এফডির থেকে বেশি রিটার্ন পাবেন এই অ্যাকাউন্টে ৷ এর মাধ্যমে প্রত্যেক মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা আয় করতে পারবেন ৷ স্কিমের সময়সীমা পেরিয়ে গেলে আপনার জমানো পুরো টাকা পেয়ে যাবেন যা আপনি ফের স্কিমে লাগাতে পারবেন ৷
এই স্কিমে বছরে ৭.৬ শতাংশ সুদ পাবেন ৷ সেটা ১২ মাসে ভাগ করলে সেই অনুযায়ী প্রত্যেক মাসে সুদ পাবেন ৷ আপনি ৯ লক্ষ টাকা জমা করে রাখলে আপনি বছরে প্রায় ৬৫৭০০ টাকা পাবেন ৷ এই হিসেবে আপনি প্রত্যেক মাসে পেয়ে যাবেন ৫৫০০ টাকা ৷ প্রত্যেক মাসে ৫৫০০ টাকা পাওয়ার পাশাপাশি ম্যাচিউরিটির পর ৯ লক্ষ টাকার সঙ্গে পেয়ে যাবেন কিছু বোনাসও ৷
যে কোনও পোস্ট অফিসে ছবি, পরিচয়পত্র ও অ্যাড্রেস প্রুফ নিয়ে গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ ম্যাচিউরিটির আগে কোনও প্রয়োজনে যদি টাকা তুলে নিতে হয় তাহলে অ্যাকাউন্ট খোলার ১ থেকে ৩ বছরের মধ্যে টাকা তুলে নিলে আপনার জমা টাকার ২ শতাংশ কেটে নিয়ে বাকি টাকা ফেরত দিয়ে দেওয়া হবে ৷ ৩ বছরের পুরনো অ্যাকাউন্ট হলে ১ শতাংশ টাকা কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে ৷