৩১ মার্চের পরে নতুন আর্থিক বছর শুরু হবে ৷ ফলে পয়লা এপ্রিল থেকে জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 18
যেমন ভাবে সুরাপ্রেমীদের জন্য প্রয়োজনীয় খবর ৷ নতুন আর্থিক বছরে কবে কবে মদের দোকান বন্ধ থাকবে সেই বিষয়েও খবর রাখাটা অত্যন্ত জরুরি ৷ প্রতীকী ছবি ৷
3/ 18
ড্রাই ডে (Dry Days list in 2022-23) অর্থাৎ যেদিন মদের দোকান বন্ধ থাকবে, একই সঙ্গে মদের কোনও রকমের বেচাকেনা থাকবেনা সেই দিনকেই বলা হয় ড্রাই ডে ৷ প্রতীকী ছবি ৷
4/ 18
এপ্রিল ২০২২ (April 2022) থেকে মার্চ ২০২৩ (March 2023)(Dry Days list in 2022-23)পর্যন্ত কতদিন বন্ধ থাকবে মদের দোকান ৷ রাজ্য অনুযায়ী থাকবে ছুটি ৷ প্রতীকী ছবি ৷
5/ 18
এপ্রিল ২০২২ (April 2022) ১০ এপ্রিল (রাম নবমী) ১৪ এপ্রিল (মহাবীর জয়ন্তি, আম্বেদকর জয়ন্তি) ১৫ এপ্রিল (গুড ফ্রাইডে) ৷ প্রতীকী ছবি ৷
6/ 18
মে ২০২২ (May 2022) ১ মে শ্রমিক দিবস একই সঙ্গে মহারাষ্ট্র দিবস এই দিন মহারাষ্ট্রে মদের দোকান বন্ধ থাকবে ৷ ৩ মে ইদ-উল-ফিতার (কাশ্মীরে বন্ধ থাকবে মদের দোকান) ৷ প্রতীকী ছবি ৷
7/ 18
জুলাই ২০২২ (July 2022) ১০ জুলাই (আষাঢ় একাদশী মহারাষ্ট্রে মদের দোকান বন্ধ থাকবে) ৷ ১৩ জুলাই (গুরু পূর্ণিমাতে মহারাষ্ট্রে মদের দোকান বন্ধ থাকবে) ৷ প্রতীকী ছবি ৷
8/ 18
অগাস্ট ২০২২ (August 2022) ৮ অগাস্ট, রাজ্যের নাম নির্দিষ্ট নয় ৷ ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস, ফলে সারা দেশে বন্ধ থাকবে মদের দোকান ৷ ১৯ অগাস্ট (জন্মাষ্টমী), জম্মু-কাশ্মীর ৷ ৩১ অগাস্ট গণেশ চতুর্থী কোনও নির্দিষ্ট রাজ্যে জন্য নয় ৷ প্রতীকী ছবি ৷
9/ 18
সেপ্টেম্বর ২০২২ (September 2022) ৯ সেপ্টেম্বর (অনন্ত চতুর্দশী এই কারণেই বন্ধ থাকবে মদের দোকান) ৷ প্রতীকী ছবি ৷
10/ 18
অক্টোবর ২০২২ (October 2022) ২ অক্টোবর গান্ধি জয়ন্তি, রাজ্যের নাম নির্দিষ্ট নয় ৷ ৫ অক্টোবর (দশহরা), পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে মদের দোকান ৷ ৯ অক্টোবর (বাল্মিকী জয়ন্তি), রাজ্যের নাম নেই ৷ ২৪ অক্টোবর (দীপাবলি), রাজ্যের নাম নির্দিষ্ট নয় ৷ প্রতীকী ছবি ৷
11/ 18
নভেম্বর ২০২২ (November 2022) ৪ নভেম্বর (কার্তিকী একাদশী), মহারাষ্ট্রে বন্ধ থাকবে মদের দোকান ৷ ৮ নভেম্বর (গুরু নানক জয়ন্তি), জম্মুতে বন্ধ থাকবে মদের দোকান ৷ প্রতীকী ছবি ৷
12/ 18
ডিসেম্বর ২০২২ (December 2022) ২৫ ডিসেম্বর (বড়দিন), সারা দেশে বন্ধ থাকবে মদের দোকান ৷ প্রতীকী ছবি ৷
13/ 18
জানুয়ারি ২০২৩ (Januray 2023) ১৪ জানুয়ারি (মকর সংক্রান্তি), রাজ্যের নাম নির্দিষ্ট নয় ৷ ২৬ জানুয়ারি (প্রজাতন্ত্র দিবস), সারা দেশে বন্ধ থাকবে মদের দোকান ৷ ৩০ জানুয়ারি (শহিদ দবস), রাজ্যের নাম নির্দিষ্ট নয় ৷ প্রতীকী ছবি ৷
14/ 18
ফেব্রুয়ারি ২০২৩ (February 2023) ১৫ ফেব্রুয়ারি (স্বামী দয়ানন্দ সরস্বতী দিবস), রাজ্যের নাম নির্দিষ্ট নয় ৷ ১৮ ফেব্রুয়ারি (মহাশিবরাত্রি), রাজ্যের নাম নির্দিষ্ট নয় ৷ ১৯ ফেব্রুয়ারি (ছত্রপতি শিবাজি জয়ন্তি), রাজ্যের নাম নির্দিষ্ট নয় ৷ প্রতীকী ছবি ৷
15/ 18
মার্চ ২০২৩ (March 2023)৮ মার্চ (হোলি), রাজ্যের নাম নির্দিষ্ট নয় ৷ প্রতীকী ছবি ৷
16/ 18
বিগত দিনে দিল্লি সরকার আবগারী নিয়েমে পরিবর্তন এনেছে ৷ বেশ কিছু নিয়ম অনুযায়ী রাজ্যে তিনদিন ড্রাই ডে বা শুকনো দিবসের নিয়ম চালু করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
17/ 18
২৬ জানুয়ারি, ১৫ অগাস্ট ও ২ অক্টোবর ড্রাই ডে বহাল থাকবে ৷ এছাড়াও অন্য কোনও দিন মদের দোকান বন্ধ রাখলে তার বিজ্ঞপ্তি দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
18/ 18
বিহার ও গুজরাত ড্রাই রাজ্য যেখানে সরকারি ভাবে মদের বিক্রির উপরে নিষেধাজ্ঞা আছে ৷ প্রতীকী ছবি ৷