নিত্য প্রয়োজনীয় জিনিপত্রের দাম যেবাবে বেড়ে চলেছে তার মধ্যে সাময়িক স্বস্তির খবর ৷ আন্তর্জাতিক বাজারে দ্রুততার সঙ্গে তিল থেকে বা তৈলবীজের দাম বেড়েছে এরফলে চাপে পড়েছেন সাধাণ মানুষ ৷ প্রতীকী ছবি ৷
2/ 12
তবে শনিবার বাদাম (Price of Ground nut), সয়াবিন তেল (Price of Soyabean Oil), সিওপি, পামতেলের দাম (Price of Palm Oil) কমেছে এটাই বড় খবর প্রতিটি সাধারণ মানুষের কাছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 12
একই সঙ্গে বাজার নতুন সর্ষে বীজের আমদানি বাড়তে শুরু করেছে ঠিক এই কারণেই সরষের দাম (Mustard Oil Price) কমেছে ফলে আশা করা যাচ্ছে সাধারণ মানুষের হেঁশেলে জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 12
বাজারের কেনবেচার অন্তর্গত, শিকাগো এক্সচেঞ্জ তেল ও তৈলবীজের বাজার অত্যন্ত মজবুতে চলছে ৷ সূত্রে খবর বিদেশের বাজারে সরষের দাম বৃদ্ধি সত্ত্বেও নতুন সরষে ওঠার পরে সস্তা হচ্ছে সরষের তেলের দাম ৷ প্রতীকী ছবি ৷
5/ 12
এছাড়াও বাজারে এর আগে সয়াবিন তেলের দাম কিলোতে ২৫-৩০ টাকা বেশি ছিল ৷ নতুন ফসল তোলার পরে ১৫ থকে ২০ দিনের মধ্যে তেলের দাম কিলো প্রতি ৫-৭ টাকা সস্তা হবে ৷ প্রতীকী ছবি ৷
6/ 12
এরফলেই ক্রমবর্ধমান জিনিপত্রে দামের সঙ্গে পাল্লা দিয়ে সমতা বাজায় রাখার ক্ষেত্রে তৈলবীজ আমদানি করার সঙ্গে সঙ্গে যাতে তৈলবীজের উৎপাদন সঠিক হয় স্বনির্ভর হয় সে দিকেই নজর রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
7/ 12
সরষের কুইণ্টাল প্রতি দাম ৮,২৭৫-৮,৩০০ টাকা (৪২ শতাংশ কন্ডিশনের দাম), বাদামের দাম ৬,১২৬ টাকা থেকে ৬,২২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ৷ প্রতীকী ছবি ৷
8/ 12
বাদাম তেলের মিলের ডেলিভারি (গুজরাতে) ৷ ১৩,৫৫০ টাকা ক্যুইণ্টাল প্রতি হয়েছে, বাদামের সলভেট রিফাইন তেলের দাম ২,১৮৫ টাকা থেকে ২,৩৭০ টাকা টিন প্রতি ৷ প্রতীকী ছবি ৷
9/ 12
সরষের তেল ১৬,৫৮০ টাকা প্রতি ক্যুইণ্টালের দাম, পাক্কি ঘানির তেল ২,৪৪৫ টাকা থেকে ২,৪৯০ টাকা টিন প্রতি ৷ সরষের তেলের কাচ্ছি ঘানি ২,৬৪৫-২,৭৪০ টাকা টিন প্রতি ৷ প্রতীকী ছবি ৷
10/ 12
তিলের ডেলিভারি মিল পর্যন্ত ১৬,৭০০-১৮,২০০ টাকা ৷ সয়াবিন তেলের মিল পর্যন্ত ডেলিভারি ১৪,৫৫০ টাকা প্রতি ক্যুইণ্টাল, সয়াবিন তেলের মিলের ডেলিভারি ১৪,৩০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
11/ 12
সয়াবিন তেলের দাম কান্ডালায় ১২,৬০০ ক্যুইণ্টাল প্রতি দাম ৷ বিনৌলা মিল ডেলিভারি (হরিয়ানা) ১৩,৪০০ টাকা ক্যুইণ্টাল প্রতি, পামোলিন আরবিডি দিল্লি ১৪,০০০ টাকা ক্যুইণ্টাল প্রতি, পামোলিন এক্স কান্ডালা ১২,৮০০ টাকা (জিএসটি ছাড়া) ৷ প্রতীকী ছবি ৷
12/ 12
সয়াবিনের বীজ ৭,০৫০ টাকা থেকে ৭,১০০ টাকা প্রতি ক্যুইণ্টাল প্রতি ৷ খুচরো সয়াবিন ৬,৮০০ টাকা থেকে ৬,৯৬৫ টাকা প্রতি ক্যুইণ্টালের দাম ৷ ভুট্টার দাম ৪,০০০ টাকা প্রতি ক্যুইণ্টাল ৷ প্রতীকী ছবি ৷