বিশ্ব বাজারে ওঠা-নামার জেরে বৃহস্পতিবারও সোনা ও রুপোর (Gold-Silver) দামে বদল দেখা গেল ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম যেখানে বেড়েছে, সেখানে রুপোর দাম কমেছে ৷ বৃহস্পতিবার নিয়ে সোনার দাম লাগাতার দু’দিন বাড়ানো হল ৷ তারপরও মার্চে সোনার সর্বোচ্চ দাম থেকে ৩৫০০ টাকায় সস্তায় মিলছে সোনালি ধাতু ৷
গ্লোবাল মার্কেটে সোনা ও রুপোর দাম-
গ্লোবাল মার্কেটে সোনা ও রুপোর দামে ওঠা-নামা লেগেই রয়েছে ৷ সকালে বিশ্ব বাজারে সোনার রেট ০.৩ শতাংশ কমে ১৯৩৯.২৯ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷ রুপোর দাম ০.০২ শতাংশ কমে প্রতি আউন্সে ২৫.১৮ ডলার হয়ে গিয়েছে ৷ গ্লোবাল মার্কেটে বদলের জেরে দেশের বাজারেও তার প্রভাব পড়তে শুরু করেছে ৷
বিশেষজ্ঞদের মতে-
বাজার বিশেষজ্ঞদের অনুমান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধ শেষ হওয়ার পর সোনার দামে বড় পতন দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ রাশিয়ার কাছেও সোনার বড় ভান্ডার রয়েছে এবং সেটা বিশ্ব বাজারে বিক্রি করতে চাইছে রাশিয়া ৷ এই সোনা বাজারে এসে গেলে সাপ্লাই বেড়ে যাবে এবং দামে বড় পতন দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷