

মঙ্গলবার নিয়ে লাগাতার পাঁচদিন সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি ৷ টানা ২৯ দিন পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত থাকার পর ৬ ও ৭ জানুয়ারি দাম বেড়েছিল তেলের ৷ এই দু’দিনে পেট্রোলের দাম বেড়েছিল ৪৯ পয়সা, ডিজেলের দাম বেড়েছিল ৫১ পয়সা ৷ তবে আপাতত পেট্রোল ও ডিজেলের স্থামে বদল না হওয়ায় কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ ৷ অন্যদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে লাগাতার ওঠা-নামা লেগেই রয়েছে ৷ ওপেক প্লাসের বৈঠকের পর অনুমান করা হচ্ছে ভারতে একবার ফের দাম বাড়তে পারে তেলের ৷


পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ৬টায় জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর তা প্রায় দ্বিগুণ দাম দিয়ে কিনতে হয় উপভোক্তাদের ৷ বিদেশি মুদ্রার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷


দেখে নিন কোন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম -নয়াদিল্লি- পেট্রোল ৮৪.২০ টাকা, ডিজেল ৭৪.৩৮ টাকামুম্বই- পেট্রোল ৯০.৮৩ টাকা, ডিজেল ৮১.০৭ টাকাকলকাতা- পেট্রোল ৮৫.৬৮ টাকা, ডিজেল ৭৭.৯৭ টাকাচেন্নাই - পেট্রোল ৮৬.৯৬ টাকা, ডিজেল ৭৯.৭২ টাকাবেঙ্গালুরু- পেট্রোল ৮৭.০৪ টাকা, ডিজেল ৭৮.৮৭ টাকানয়ডা- পেট্রোল ৮৪.০৬ টাকা, ডিজেল ৭৪.৮২ টাকাগুরুগ্রাম- পেট্রোল ৮২.৩৯ টাকা, ডিজেল ৭৪.৯৭ টাকালখনউ- পেট্রোল ৮৩.৯৮ টাকা, ডিজেল ৭৪.৭৪ টাকাপটনা- পেট্রোল ৮৬.৭৫ টাকা, ডিজেল ৭৯.৫১ টাকা


দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের রেট আপনি এসএমএস-এর মাধ্যমেও জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল গ্রাহকরা HPPrice লিখে 9222201122 মেসেজ পাঠিয়ে তেলের দাম জানতে পারবেন ৷