

কেন্দ্র সরকারের তরফে সাধারণ মানুষের জন্য গ্যাস সিলিন্ডারের একটি ভর্তুকি দেওয়া হয়ে থাকে ৷ আলাদা আলাদা রাজ্যে এলপিজি সাবসিডির আলাদা হয় ৷ যাঁদের বার্ষিক আয় ১০ লক্ষ টাকার বেশি তাঁদের জন্য এই সুবিধা নয় ৷ কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনি কী সাবসিডি পেয়েছেন ? চেক করে নিন এই ভাবে ...


এইভাবে চেক করুন ইন্ডেন গ্যাসের অনলাইন স্টেটাস--- প্রথমে ইন্ডেন গ্যাসের ওয়েবসাইট https://bit.ly/3rU6Lol ভিজিট করতে হবে-- পেজে সিলিন্ডারের একটি ইমেজ রয়েছে ৷ সেটিতে ক্লিক করতেই Complaint বক্স খুলে যাবে ৷ তাতে Subsidy Status লিখে proceed বটন ক্লিক করতে হবে--এরপর Subsidy Related (PAHAL) বটনে ক্লিক করতে হবে ৷ এরপর Sub Category-তে বেশ কিছু অপশন আসবে ৷ এখানে Subsidy Not Received-এ ক্লিক করতে হবে-- এরপর আপনাকে মোবাইল নম্বর দিতে হবে--মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে ID-র একটি অপশন থাকবে সেখানে গ্যাস কানেকশনের ID এন্টার করতে হবে--এরপর ভেরিফাই করে আপনাকে সাবমিট করতে হবে


এরপর সাবসিডি সংক্রান্ত সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন ৷ এছাড়া কাস্টোমার কেয়ারের সঙ্গেও কথা বলে সাবসিডি সংক্রান্তে জানতে পারবেন ৷ ইন্ডেনের কাস্টোমার কেয়ার নম্বর 1800-233-3555 ৷ এখানেও আপনার থেকে মোবাইল নম্বর ও কাস্টোমার আইডি চাওয়া হবে ৷