

পেনশন সংক্রান্ত বিষযে কেন্দ্রীয সরকারের (Narendra Modi Government) বড় ঘোষণা ৷ সরকারের নির্ধারিত এই যোগত্য যে সমস্ত কর্মীরা পূর্ণ করবেন তাঁরা বিশেষ সুবিধা পাবেন ৷ প্রতীকী ছবি ৷


কেন্দ্রীয় সরকারি (Narendra Modi Government or Central Government) কর্মচারীদের উদ্দেশ্যে ন্যাশনাল পেনশন (NPS) সিস্টেমের পুরনো পেনশন স্কিম (OPS)-এর উপর লাভ ২১ মে ২০২১ পর্ন্ত উপভোগ করতে পারেন ৷ এই যোজনায় সুবিধা নিতে গেলে ৫ মে, ২০২১-এর মধ্যে আবেদন করতে হবে ৷ প্রতীকী ছবি ৷


যে যে কর্মী আবেদন করবেন না তাঁদেরও ন্যাশনাল পেনশন সিস্টেমের (NPS) সুবিধা পাবেন ৷ যে সমস্ত কর্মীরা ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৮ অক্টোবরের ২০০৯ চাকরি পেয়েছেন তাঁদের সিসিএস পেনশন (CCS Pension)-এর পেনশন পাবেন ৷ প্রতীকী ছবি ৷


সূত্রের খবর পুরনো পেনশন স্কিম বা এনপিএসে (Narendra Modi Government) বেশি সুবিধা ৷ পুরনো স্কিমে পেনশনের সঙ্গে সঙ্গে তাঁদের পরিবারের লোকজনের সুবিধা পাওয়া যায় ৷ এরপরে অবসর সুরক্ষিত করা ৷ প্রতীকী ছবি ৷


ওপিএস (OPS) যে সমস্ত কর্মীরা ১ জানুয়ারি ২০০৪-এর পরে নিয়োগ করা হয়েছে ৷ জানা গিয়েছে জানুয়ারি ২০২১ পর্যন্ত ন্যাশনাল পেনশন সিস্টেমে ৯৮ লক্ষ টাকা ৷ এরপরে AUM-এর গণনা অনুযায়ী ৫.৫৬ লক্ষ কোটি ছিল ৷ বড় সংখ্যক সম্পত্তি পিএফএমস-এসবিআই মিউচ্যুয়াল ফান্ড প্রাইভেট লিমিটেড (SBI Mutual Fund Private Limited), ইউটিআই রিটায়মেন্ট সলিউশন লিমিটেড (UTI Retirement Solution Fund)ও এলআইসি পেনশন ফান্ডের (LIC Pension Fund) মাধ্যমে ম্যানেজ করা হয় ৷ প্রতীকী ছবি ৷


এক নজরে দেখে নেওয়া যাক এনপিএস (NPS) সম্বন্ধে-১৮ থেকে ৬০ বছর বয়সীরা বিনিয়োগ করতে পারেন ৷ এই স্কিমে সবাই সরকারি বা নিজের ব্যাঙ্কে (যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে) সেখানে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন, 80CCD ও 80CCD (1) এর অন্তর্গত করে ছাড়ের বিশেষ সুবিধাও রয়েছে ৷ বেতনভোগী কর্মীরা বেতনের (Salary) ১০ শতাংশ ও অবেতনভোগী (Non Salary) মানুষেরা আয়ের ২০ শতাংশ জমা করে ছাড় পেতে পারেন, এনপিএসের (NPS) গ্রাহকদের ইক্যুইটি (Equity) থেকে বছরে ১২.৫-১৭ শতাংশ রিটার্ন মেলে ৷ প্রতীকী ছবি ৷