বেশিরভাগ সময়ই দেখা গিয়েছে যে LIC পলিসি করে ফেলেছেন ৷ কিন্তু করার পর চিন্তা শুরু হয় যে পলিসিটি তাদের জন্য সঠিক কিনা ৷ আপনিও যদি পলিসি করার পর এরকম পরিস্থিতিতে রয়েছে তাহলে আপনার জন্য এটা জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ এইভাবে পলিসি করার পরও সেই পলিসির টাকা ফেরত পেতে পারেন ৷
2/ 5
ফ্রি লুক পিরিয়ডের ১৫ দিন পর্যন্ত এই লাভ নিতে পারবেন ৷ এই পিরিয়ডের মধ্যে আপনি পলিসি ফেরত দিতে পারবেন ৷ IRDA -র নির্দেশিকা অনুযায়ী বিমা সংস্থাগুলি পলিসি হোল্ডারদের পলিসি করানোর ফ্রি লুক পিরিয়ডের সুবিধা দিয়ে থাকেন ৷
3/ 5
কমপক্ষে ৩ বছরের জীবন বিমা বা স্বাস্থ্য বিমা পলিসির ক্ষেত্রে এই ফ্রি লুক পিরিয়ডের সুবিধা পাওয়া যায় ৷ এই অধিকার পলিসির কাগজপত্র পাওয়ার ১৫ দিনের মধ্যে করতে হয় ৷ পলিসির কাগজ হাতে পাওয়ার দিনটি প্রমাণ করার দায়িত্ব পলিসি হোল্ডারের উপরে ৷
4/ 5
আপনি সংস্থার ওয়েবসাইট থেকে ফ্রি লুক পিরিয়ডের ফর্ম ডাউনলোড করতে পারবেন ৷ ফর্মে পলিসির তথ্য, এজেন্টের সম্বন্ধে তথ্য এবং পলিসি বাতিল বা বদলানোর কারণ দিতে হবে ৷ এছাড়া আসল কাগজপত্র, প্রথম প্রিমিয়ামের কাগজ, ক্যানসেল চেক জমা করতে হবে ৷
5/ 5
পলিসি বাতিল করতে চাইলে কেবল এজেন্টকে বললে হবে না ৷ কারণ অনেক সময় তারা ইচ্ছে করে দেরি করে থাকে ৷ এরকম একাধিক মামলা সামবনে এসেছে ৷ তাই নিজে বিমা সংস্থার দফতরে গিয়ে বা ওয়েবসাইট থেকে পলিসি বাতিলের ফর্ম ডাউলোড করতে হবে ৷