অনেকেই আজকাল ব্যবসার দিকে ঝুঁকছেন। অনেকেই আবার সাধ থাকলেও সাহস জুগিয়ে উঠতে পারেন না। তাঁদের জন্য ছাদ ব্যবসা বা রুফটপ বিজনেস দারুন বিকল্প হতে পারে। কারণ স্বল্প সংস্থানের মাধ্যমেই প্রচুর মুনাফা রোজগার করা সম্ভব। শুধু তা-ই নয়, যাঁরা স্টার্ট আপ করতে চাইছেন, তাঁদের জন্যও এই ব্যবসা একেবারে আদর্শ। নিজের বাড়িতে বড় ছাদ থাকলে তো কথাই নেই। অন্য কোথাও ছাদ ভাড়া করেও এই ধরনের ব্যবসা শুরু করা যেতেই পারে। এমনকী এই ধরনের কয়েকটি ব্যবসা তো স্বল্প বিনিয়োগেও করা যাবে। রইল ছাদে শুরু করার মতো ব্যবসার কিছু আইডিয়া।