Home » Photo » business » Union Budget 2022|PM Kisan: বিরাট খবর! পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বৃদ্ধির সম্ভাবনা, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে কেন্দ্রের টোটকা?
Union Budget 2022|PM Kisan: বিরাট খবর! পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বৃদ্ধির সম্ভাবনা, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে কেন্দ্রের টোটকা?
Budget 2022|Union Budget 2022|PM Kisan Samman Nidhi Yojana|Central Government Project|Narendra Modi Government Project|Modi Government Scheme|Scheme for farmers|Business: বাজেটে প্রস্তাব থাকতে পারে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকার বৃদ্ধির ক্ষেত্রে ৷
করোনা অতিমারির মাঝেই আগামী পয়লা ফেব্রুয়ারি সংসদে বাজেট (Budget 2022) পেশ হতে চলেছে ৷ অর্থব্যবস্থাকে আরও মজবুত করাটাই প্রাথমিক লক্ষ্য বলেই মনে কা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 9
গ্রামীণ অর্থব্যবস্থাকে মজবুত করতে কৃষকদের জন্য বশ কিছু বড় ঘোষণা হতে পারে ৷ এর মধ্যে অন্যতম হল পিএম কিষাণ সম্মান নিধি (PM Kisan Samman Nidhi Yojana) যোজনার টাকা বাড়তে পারে ৷ প্রতীকী ছবি ৷
3/ 9
কৃষিক্ষেত্র সম্পর্কে যাঁরা খবর রাখেন তাঁরাই জানেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) টাকা বছরে ৬ হাজার টাকার থেকে বেশি বৃদ্ধি করলে শুধুই কৃষকদের সুবিধা হবে তাই নয় ৷ মজবুত হবে গ্রামীণ অর্থ ব্যবস্থাও ৷ প্রতীকী ছবি ৷
4/ 9
কৃষিই এমন এক ক্ষেত্র যেখানে অতিমারির তেমন কোনও প্রভাব পড়েনা ৷ বিশেজ্ঞরা এটাও মনে করেন পিএম কিষাণ (PM Kisan) ছাড়াও সরকার কৃষকদের অন্যক্ষেত্রেও স্বস্তি দিতে পারে ৷ প্রতীকী ছবি ৷
5/ 9
আইআইএফএল সিকিউরিটিস (IIFL Securities)-এর উপাধক্ষ্য (রিসার্চ) অনুজ গুপ্ত মনে করেন ৷ এই সময়ে বাজেটে যদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) টাকা কেন্দ্রীয় সরকার বৃদ্ধির সিদ্ধান্ত নেয় ৷ প্রতীকী ছবি ৷
6/ 9
এক্ষেত্রে শুধুই কৃষকদের টাকা বাড়বে তাই নয় ক্রমশ আকাশছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির মাঝে স্বস্তি পাবেন কৃষকেরা ৷ প্রতীকী ছবি ৷
7/ 9
সম্প্রতি ভোজ্য তেলের (Edible Oil Price) দামের নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন্দ্র যে পদক্ষেপ নিয়েছে তাতে তেলের চাহিদা পূরণ করতে যে পরিমাণ আমদানি করতে হয় তার পরিমাণ কমবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 9
ফলে ভারতীয় অর্থনীতির পক্ষে ভালই হবে ৷ ৩টি কিস্তিতে কেন্দ্রীয় সরকার কৃষকদের ৬,০০০ টাকা দিয়ে থাকে ৷ সেটি ৮,০০০ টাকা হতে পারে ৷ সেক্ষেত্রে ২,০০০ টাকা করে চারটি কিস্তিতে টাকা ৮,০০০ টাকা পাবেন কৃষকেরা ৷ প্রতীকী ছবি ৷
9/ 9
এখনও পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) ফলে ১৩ কোটি কৃষক পরিবার ২০,৯০০ কোটি টাকা পেয়েছেন ৷ পয়লা জানুয়ারি ২০২২ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দশম কিস্তির টাকা দিয়েছেন ৷ প্রতীকী ছবি ৷