

• উৎসবের মরশুম শুরু হওয়ার আগে একাধিক বাইক প্রস্তুতকারক সংস্থা নতুন নতুন অফার দিতে শুরু করেছে। ফেডেরাল ব্যাঙ্ক তার মধ্যে এমনই এক অফার এনেছে। হ্যাঁ, সত্যিই শুনেছেন, মাত্র ১ টাকা দিয়ে বাইক কিনে আপনি বাড়িতে আনতে পারেন। বাকিটা টাকা ইএমআই–তে পরে দিলেও চলবে।


• এই স্কিমের আওতায় থাকছে হিরো মটোকর্প, হন্ডা ও টিভিএস–এর যে কোনও বাইক। সারা দেশের ৯৪৭ টি শোরুমে এই সুবিধা পাবেন সাধারণ মানুষ। এছাড়াও, এই অফারটিতে থাকছে ক্যাশব্যাকের অফার। গ্রাহক এক্ষেত্রে পেতে পারেন ৫ শতাংশ ক্যাশব্যাক। দিতে হবে না কোনও প্রসেসিং ফিও।


• ব্যাঙ্কের পক্ষ থেকে যে প্রেস বিবৃতি জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, এই এইএমআই সুবিধার জন্য গ্রাহককে ব্যাঙ্কে যেতে হবে না। ডেবিট কার্ডে এই ইএমআই দেওয়া হবে। পুরো বিষয়টাই অনলাইন।


• ফেডেরাল ব্যাঙ্ক জানিয়েছে, গ্রাহকরা ৩,৬,৯,১২ মাসের ইএমআই অপশন পছন্দ করতে পারবেন। এই লোনের জন্য কোনওরকম প্রসেসিং ফি কাটা হবে না। এছাড়া হন্ডা মটোরসাইকেলের গ্রাহকরা পাঁচ শতাংশ ক্যাশব্যাকও পেতে পারেন।