

ভারতীয় শেয়ার বাজারে (Indian Stock Exchange) এপ্রিল-জুন ২০২১ (April-June 2021) এই ত্রৈমাসিকে বিনিয়োগকারীদের মোটা রোজগারের সুযোগ আসবে এরই মধ্যে পাবলিক অফার শেয়ার বাজারে (Share Market) পেশ করবে এমনটাই আশা করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷


এই সমস্ত আইপিও-এর মাধ্যমে সংস্থাগুলি এপ্রিল-জুন ২০২১ বাজার থেকে ২৬,০০০ কোটি টাকা যোগাড় করার প্রচেষ্টায় আছে ৷ এই বছর সবাই অত্যন্ত উদগ্রীব হয়ে বসে আছে জীবন বিমা সংস্থা এলআইসির আইপিও-এর জন্য ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বাজেট পেশের সময়েই প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ প্রতীকী ছবি ৷


এর মধ্যে ৫ থেকে আইপিও শেয়ার বাজারে প্রবেশের কড়া নাড়ছে ৷ এই মাস অর্থাৎ এপ্রিল ২০২১ (April 2021) ৷ অর্থবর্ষ (FY-21) এর অন্তর্গত বিভিন্ন সংস্থা আইপিও (IPO)-এর মাধ্যমে ৩৯,০০০ কোটি টাকা যোগাড় করেছে ৷ প্রতীকী ছবি ৷


একই সঙ্গে আশা করা হচ্ছে অর্থবর্ষ (Financial Year) ২০২১-২২ (FY-22) প্রাথমিক বাজার বেশ সক্রিয় থাকবে বলেই মনে করা হচ্ছে ৷ রিয়েল এস্টেট সংস্থা মেক্রাটেক ডেভলাপার্সের ২,৫০০ কোটি টাকা আইপিও (Macrotech Developers IPO) সাবস্ক্রিপশন ৭ এপ্রিল ২০২১-তে সূচনা হবে আর ৯ এপ্রিলে বন্ধ হবে ৷ এই সংস্থাকে আগে লোধা ডেভেলপার্স (Lodha Developers IPO) নামেই সবাই জানত ৷ প্রতীকী ছবি ৷


এছাড়াও ডোডলা ডেয়ারি, কর্পোরেট হেল্থ কেয়ার গ্রুপ, কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (KIMS) হসপিটালস, ইন্ডিয়া পেস্টিসাইডস, সোনা বিএল ডব্লু প্রিসিজিন ফার্জিন্স (Sona Comstar) সস্তায় মনের মত বাড়ি পাওয়া যায় বিত্ত ফর্ম আধার হাউজিং ফাইন্যান্স (Aadhar Housing Finance)-এর আইপিও এই মাসে আসতে পারে ৷ প্রতীকী ছবি ৷


এপ্রিল ২০২১ সূচি দেখা যায় সেখানে দেখতে পাওয়া যাবে সমস্ত সংস্থা আইপিও লঞ্চ করেছে ৷ এই আইপিও একাই এই মাসে বাজারে প্রবেশের কড়া নেড়েছে ৷ ২০২০ সালের এপ্রিল থেকে জুনে বিভিন্ন সংস্থা আইপিও-এর মাধ্যম ১৮,৮০০ কোটি টাকা যোগাড় করেছে ৷ মিডক্যাপ-স্মল ক্যাপ সহ সমস্ত সেকেন্ডারি বাজারকে প্রভাবিত করবে বলেই মনে করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷


অর্থবর্ষ ২০২২-এ বড় সংখ্যায় আইপিও পেশ করা হবে বলেই মনে করা হচ্ছে মেহেতা গ্রুপের অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত তাপসে Moneycontrol.com-কে জানিয়েছে ভারতীয় শেয়ার বাজারে অর্থবর্ষ ২০২১-এ প্রতিষ্ঠিত মার্কেটকে আরও এগিয়ে নিয়ে যাবে ৷ একই সঙ্গে চলতেই থাকবে ৷ প্রতীকী ছবি ৷