তৎকালিক অ্যানুইটি: এই স্কিমে আপনার কাছে একাধিক অপশন রয়েছে ৷ একটি স্কিমে আপনি পরের মাস থেকেই অ্যানুইটি পেয়ে যাবেন ৷ একটি নির্দিষ্ট রেট অনুযায়ী সারা জীবন পেনশন পাবেন ৷ ৫,১০,১৫ বা ২০ বছরের জন্য পেনশন ও তার পরে আপনি যতদিন বেঁচে থাকেন পেনশনের সুবিধা পাবেন ৷