বিশ্ব বাজারে ওঠা নামার প্রভাব বৃহস্পতিবার দেশের বুলিয়ান বাজারে দেখা যাচ্ছে ৷ বিয়ের মরশুমে চাহিদা বাড়াতে থাকা সত্ত্বেও সোনা ও রুপোর দামে এদিন পতন দেখা গিয়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন সকালে ২৪ ক্যারেট সোনার দাম ৬৮ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫০,১৫০ টাকা হয়েছে ৷ এদিন মার্কেট খোলার সময় এক্সচেঞ্জে সোনার দাম ছিল ৫০,২৮০ টাকা ৷ চলতি মাসের শুরু থেকে সোনার দামে লাগাতার পতন দেখা গিয়েছে ৷
গ্লোবাল মার্কেটে সোনা ও রুপোর দামে লাগাতার ওঠা নামা লেগেই রয়েছে ৷ আমেরিকার বাজারে এদিন সোনার বর্তমান দাম ০.০৬ শতাংশ পড়ে প্রতি আউন্সে ১৮১৫.২২ ডলার হয়েছে৷ অন্যদিকে রুপোর দাম প্রতি আউন্সে ২১.৪৩ টাকা হয়েছে ৷ রুপোর পাশাপাশি প্ল্যাটিনামের দাম ০.৮ শতাংশ কমে ৯২৭.৭৭ ডলার এবং পেলেডিয়াম ১ শতাংশ কমে ১৯৯৬.৯২ ডলার হয়ে গিয়েছে ৷