

ব্যাঙ্ক সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে ১৯ মার্চের মধ্যে সেরে ফেলুন ৷ কারণ হোলির জন্য বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ১৯ মার্চের মধ্যে ব্যাঙ্কের কাজ না সেরে রাখলে আপনাকে ২৪ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ কারণ হোলির ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷


ব্যাঙ্কের ছুটি প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা হয় ৷ গোটা দেশে কেবল ন্যাশনাল হলিডেতে ছুটি থাকে ব্যাঙ্ক ৷ দেখে নিন হোলি উপলক্ষ্যে কোনও রাজ্যে কবে কবে ব্যাঙ্ক ছুটি ৷


২০ ও ২১ মার্চ হোলির ছুটি থাকবে ৷২০ তারিখ হোলির কারণে দেরাদুন, কানপুর, লখনউ ও রাঁচিতে ছুটি থাকবে ব্যাঙ্ক ৷ ২১ মার্চ বৃহস্পতিবার বেশিরভাগ রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷


২২ মার্চ শুক্রবার বিহার ডে ৷ তার জন্য বিহারে ব্যাঙ্ক ছুটি থাকবে ৷ ২৩ মার্চ চতুর্থ শনিবার বলে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ এবং রবিবার ২৪ মার্চ ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ অথার্ৎ ২১ থেকে ২৪ মার্চ ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷