

সরকারি ব্যাঙ্কের (Government Banks) গ্রাহকদের জন্য অত্যন্ত জরুরি খবর ৷ ব্যাঙ্ক সম্পর্কিত সমস্ত কাজ মিটিয়ে নিন আজই ৷ ব্যাঙ্ক বেসরকারিকরণ (Privatization) নিয়ে ইউনিয়নগুলি ফের বন্ধের পথে হাঁটতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷


সারা ভারতের ব্যাঙ্ক ইউনিয়নগুলি (Bank Unions) দেশভর বিভিন্ন সংগঠনগুলি বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন ৷ সেই বৈঠকে সদস্যরা আন্দোলন আরও জোরদার করার আভাস দিয়েছেন ৷ প্রতীকী ছবি ৷


২৬২ জন কাউন্সিলের সদস্যরা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন ৷ ব্যাঙ্ক সংযুক্তিকরণের বিরুদ্ধে লম্বা হরতালের ইঙ্গিত দিয়েছেন ৷ গত ১৫ ও ১৬ মার্চ ২০২১, ২ দিনের ব্যাঙ্ক বন্ধের (2 day bank strike) জন্য ১৬,৫০০ টাকা কোটি চেক ও টাকা জমার ভাউচার আটকে পড়েছে ৷ প্রতীকী ছবি ৷


তবে হরতাল হলেও দিল্লির ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব অশ্বিনী রাণা News 18-কে জানিয়েছেন আগামী বেশ কিছুদিন লাগাতার ব্যাঙ্ক বন্ধ থাকবে বেশ কিছু পরিষেবা প্রভাবিত হবে ৷ যেমন মোবাইল অ্যাপ, নেট ব্যাঙ্কিং, এটিএমের মত পরিষেবা সাধারণের জন্য রয়েছে ৷ প্রতীকী ছবি ৷


প্রায় সমস্ত ব্যাঙ্কের মোবাইল অ্যাপ রয়েছে, সেই অ্যাপ ব্যবহার করতে পারেন ৷ এই পরিষেবাগুলিতে প্রভাব পড়বেনা ৷ বর্তমানে ক্যাশ লেনদেন থেকে এফডিতে বিনিয়োগ, ঋণের ইএমআই, ক্রেডিট কার্ড বিল মোবাইলের মাধ্যমে বিল দেওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷


১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ১০ দিন ৷ ১০ এপ্রিল ২০২১ (April 10, 2021) (দ্বিতীয় শনিবার) ৷ প্রতীকী ছবি ৷


১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার, উগাডি, তেলুগু নববর্ষ, বোহাগ বিহু, গুড়ি পড়বা, বৈশাখী ফেস্টিভ্যাল ৷ প্রতীকী ছবি ৷


১৪ এপ্রিল ২০২১, (April 14, 2021) বুধবার, ডঃ বিআর আম্বেদকর জয়ন্তী, সম্রাট অশোকের শুভ জন্মদিন, তামিল নববর্ষ, মহা বিশুব সংক্রান্তি, বোহাগ বিহু ৷ প্রতীকী ছবি ৷